অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে পার্ট - ১
সাইদ (রাঃ) বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "কেয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর জন্য এক একটি নিশানা থাকবে। আর সে নিশানা তার গুহ্যদ্বারে লাগানো হবে।"
(মুসলিফ শরীফ)
অন্য এক হাদিসে হাদীসে আছে রাসুলুল্লাহ (সাঃ) বলেন, "যার প্রতারণা যত বড় হবে তার নিশানাও হবে সে পরিমান বড়। সাবধান ! যে ব্যাক্তি মানুষের সেবক পদে অধিষ্ঠিত হয়, তার প্রতারণা ও হঠকারিতা থেকে বড় প্রতারণা আর কিছু নেই। কেননা সে প্রতারণা করলে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্হ হয়। এই কারনে তার প্রতারণাই সর্বাপেক্ষা বড়।
(মেশকাত শরীফ)
এই হাদীসে আমাদের ব্যাক্তিগত সম্ম্পর্ক প্রতিষ্ঠানের সাথে হোক বা রাষ্ট্রের সাথে, অঙ্গীকার জনগনের সাথে হোক বা প্রতিষ্ঠানের সাথে, সবাই এর আওতায় আসবে । আজকে তো কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ যাওয়ার জন্য কত কিছু করে, বা করতেছে সুখের ভাগিদার হয় অনেকে, কিন্তু মুছিবতের বা আজাবের ভাগীদের হবে সে যে অপকর্ম করে বা করায়।
আমাদের দেশে যে ক্ষমতায় থাকে
তার মতের বিরুদ্ধ দলের জন্য কিছু করবে না ইল্লাহ মাশাআল্লাহ দুই একজন ছাড়া, নানাভাবে নাজেহাল করতে থাকবে এই হল আমাদের সেবার কালচার।
ভাই দ্বীনের কথা খুবই সুন্দর লিখেছেন । দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।
Hello, as a member of @steemdunk you have received a free courtesy boost! Steemdunk is an automated curation platform that is easy to use and built for the community. Join us at https://steemdunk.xyz
Upvote this comment to support the bot and increase your future rewards!
Thanks for upvote
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!
@mizan570 purchased a 22.00% vote from @promobot on this post.
*If you disagree with the reward or content of this post you can purchase a reversal of this vote by using our curation interface http://promovotes.com