মানুষের মন ব্ল্যাক হোলের মতোই পাওয়ারফুল।
মানুষের মন ব্ল্যাক হোলের মতোই পাওয়ারফুল। ব্ল্যাক হোলের রয়েছে - অতীব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকক্ষেত্র ।
ব্ল্যাক হোল ' সমস্তকিছুকে প্রচণ্ড শক্তিতে - তার নিজের দিকে আকর্ষণ করে ।
মানুষও আকৃতি ও প্রকৃতিভাবে সিম্বলিক্যালি ' ব্ল্যাক হোলের নেচারকে ধারণ করে ।
এছাড়াও মানুষের মধ্যে অবস্তুগত এমন একটি বিষয় রয়েছে ' যার ব্ল্যাক হোলের চেয়েও - অনেক বেশী শক্তিশালী আকর্ষণ করার ক্ষমতা রয়েছে ।
এই বিষয়টি হচ্ছে -- মানুষের মন ।
এজন্যেই কারও নেগেটিভ বিষয়ের প্রতি মনকে নিবদ্ধ করতে নেই । সেটা করলে ' নেগেটিভিটি নিজের দিকে আকর্ষিত হয় ।
আল্লাহ্কে - বলা হয় " অলমাইটি । " -- যার অর্থ হচ্ছে ' মহাশক্তিশালী ।
সেই আল্লাহ্ই পবিত্র কোরআনে -১০ নম্বর সূরা ইউনুসের ৬১ নম্বর আয়াতে ' বলছেন ---- মানুষ যদি কোনও বিষয়ের দিকে ' তার মনকে নিবদ্ধ করে - তাহলে সেখানে আল্লাহ্ নিজে উপস্থিত হন ।
পার্টিকেল ফিজিক্সও ' সাম্প্রতিককালে আবিষ্কার করেছে - মানুষের মন ' সাব অ্যাটমিক বা অতি পারমানবিক জগতের উপরে প্রভাব বিস্তার করতে পারে ।
ডি এন এ 'র উপরেও মানুষের মন কাজ করে ।