তোর আর আমার জীবন

in #life7 years ago

তোর জীবনে শূণ্যতা পূরণ করার কত শত মানুষ অন ওয়ের ঐ হাইওয়েতে পাবি যেখানে জীবনের গতি থাকবে আর কিছুইনা।
আর আমার জীবন ঐ অন ওয়ের ভাঙাচোরা রাস্তার পাশের ছোট্ট ফুটপাত যেখানে আমার হাত ধরে সাথে হাঁটার মত একটা মানুষও নেই শুধু আছে তোর মত কিছু মানুষ যারা একটু এগিয়ে স্ট্যান্ড পেয়ে উঠে যায় অনওয়ের ঐ দুরন্ত কিছু গতিময় বাসে।

image

আর আমি নিজের মত হাঁটি কখনও সমুদ্রে,কখনও দিনে সূর্যের আলোতে আর কখনো কুয়াশায় ঢাকা হ্যালোজেনের আলোতে।।।
এলোমেলো পথ আর অগোছালো জীবন আর এভাবেই ভাল থাকা।।। ভাল থাকতে হবে নিজেকে নিয়ে ,কি আর করার জীবন মানে তো থেমে থাকা নয় …

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82833.96
ETH 1918.79
USDT 1.00
SBD 0.78