জীবন যখন অনিশ্চিত
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু মানুষের জীবন অনেক সুন্দর হয়। কারণ তাদের জীবন হয় ফুলের মতোন সুন্দর। অর্থাৎ একটা ফুল যেমন খুব যত্ন করে বেড়ে ওঠে। খুব সৌন্দর্য ছড়ায় তার চারপাশে। কিছু কিছু মানুষের জীবন ঠিক তেমন। অর্থাৎ জন্ম থেকেই ওরা এতো বেশি লাক্সারি পায়। যেটা কেউ কল্পনাও করতে পারে না। শুধু তাই নয়, তারা যেনো সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। অর্থাৎ তাদের কোথাও কোনো অভাব নেই। কোথাও কোনো সমস্যা নেই। সেই ছোটবেলা থেকেই রাজ্যের যতো ধরনের সুখ রয়েছে, সব কিছুই তারা পায়।
এটা যে খুব খারাপ কিছু তা কিন্তু বলছি না। কারণ কোনো কিছু পাওয়া খুব ভালো ব্যাপার। কারণ জন্ম থেকে সব সুযোগ সুবিধা, সুখ কজন পায়? যারা পায় তারা সত্যিই সৌভাগ্যবান। কিন্তু আজকে আমি কথা বলবো কিছু মানুষ নিয়ে। যাদের জন্ম হয় খুব গরীব ঘরে। এটা কিন্তু তাদের দোষ নয়। অর্থাৎ গরীব ঘরে জন্মানো কখনো কারো দোষ হতে পারে না। কিন্তু ওই মানুষগুলো একটা সময় গিয়ে সেটা তাদের নিজেদের কপালের দোষ দেয়। তার কারণ হলো, যখন তারা এত বেশি অভাব তাদের জীবনে দেখে। যখন তারা তাদের জীবনে অনেক বেশি অশান্তি দেখে। তখন তারা সেটা বলতে বাধ্য হয়।
তাদের জীবন একেবারেই অনিশ্চিত। অনিশ্চিত হওয়ার কারণ হলো, তারা আসলে কখনো কোথাও কিছু পাবে কিনা, কোথাও কিছু করতে পারবে কিনা। সেটা ভেবেই অস্থির থাকে। অর্থাৎ বলা চলে তাদের সামনের দিকে কিছুই থাকেনা।শুধুমাত্র অসম্ভব সবকিছু ছাড়া। ওদের জন্য বড্ড মায়া হয়। কারণ ওদের তো কোনো দোষ ছিলো না তবে কেনো একজন সবকিছু পাচ্ছে? আর কেউ কিছুই পাচ্ছে। না এমন কি হলে হতো না যে, দু পক্ষ ই সব কিছুই পাচ্ছে। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা কি হতে পারতো না। হতে পারতো নাকি হতে পারতো না সেই চিন্তায় আমি না যাই। যদিও সেই চিন্তা আমার মাথায় সর্বক্ষণ ঘুরে। তাই ভাবলাম আপনাদের সাথে এটা নিয়ে একটু মনের কথাগুলো শেয়ার করি।
কিছু কিছু মানুষ রয়েছে যাদের জন্মসূত্রেই ধনী বলা হয়। তাদের জীবনে কোনো কিছুরই অভাব নেই। পক্ষান্তরে কিছু মানুষ রয়েছে যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এক পর্যায়ে গিয়ে তারা এমন অভাবের সম্মুখীন হয় যার ফলে তারা কপালের দোষ দিতে বাধ্য হয়। তবে আমি বলবো এটা ভুল। দরিদ্র পরিবারে জন্ম নিলে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। জীবন অনিশ্চিত বলে চিন্তা ভাবনা বাদ দিয়ে সঠিকভাবে পরিশ্রম করলেই আশা করা যায় জীবনে সাফল্য আসবেই।