কিছু কিছু মানুষ রয়েছে যাদের জন্মসূত্রেই ধনী বলা হয়। তাদের জীবনে কোনো কিছুরই অভাব নেই। পক্ষান্তরে কিছু মানুষ রয়েছে যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এক পর্যায়ে গিয়ে তারা এমন অভাবের সম্মুখীন হয় যার ফলে তারা কপালের দোষ দিতে বাধ্য হয়। তবে আমি বলবো এটা ভুল। দরিদ্র পরিবারে জন্ম নিলে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। জীবন অনিশ্চিত বলে চিন্তা ভাবনা বাদ দিয়ে সঠিকভাবে পরিশ্রম করলেই আশা করা যায় জীবনে সাফল্য আসবেই।