জীবনকে ভালো ভাবে সাজাতে হলে দরকার সঠিক পরিকল্পনা

in #life6 years ago

কথায় বলে লক্ষ্যহীন জীবন মাঝি বিহীন নৌকার মত । কাজেই জীবনে কিছু করতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে । আর সঠিক পরিকল্পনা ছাড়া কখনও গন্তব্যে পৌঁছান সম্ভব নয় ।লক্ষ্য নির্ধারণের পর আপনার কাজ হবে একটি পরিকল্পনা নির্ধারণ করা । পরিকল্পনায় সময় একটি বড় ফ্যাক্টর কাজেই পরিকল্পনার প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা জরুরি । এর পর উচিৎ হবে বিকল্প পথ সম্পর্কে জানা। যদি কোন ধাপে আপনি অতিক্রম করতে না পারেন সেক্ষেত্রে সকল সম্ভাব্য উপায়ে চেষ্টা করে যেতে হবে ।এ জন্য বিকল্প পথ গুলো জানা থাকতে হবে ।

image source : http://entrepreneurinsight.com.my/10-harsh-lessons-to-the-road-of-success/

পরিকল্পনার সুরুতে সম্ভাব্য সমেস্যা গুলো জানার চেষ্টা করতে হবে এবং সেই সমেস্যায় যাতে না পড়তে হয় সে জন্য সতর্ক থাকতে হবে । এক্ষেত্রে সফল ব্যক্তিদের পথ অনুসরণ করা যেতে পারে । তবেঁ নিজের অক্ষমতার কথা বিবেচনা করেই কেবল অন্যের পথ অনুসরণ করা যেতে পারে । কিন্তু নিজের সৃজনশীলতাকে কখনও খাটো করে দেখা চলবে না। শিবখেরা বলেছেন , ''বিজয়িরা ভিন্ন কোন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে "। কাজেই আমাদের কাজে সৃজনশীলতা থাকতে হবে।

image source : https://yourstory.com/2017/06/hustle-way-to-success/

জীবনে যারা সফল হয়েছেন তারা ছিলেন কঠোর পরিশ্রমী। পরিশ্রম ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না। আসলে পরিশ্রমই সফলতার চাবিকাটি। টমাস আলভা এডিসন ছিলেন একজন মহামানব । তিনি এতো যন্ত্র আবিষ্কার করেছেন যে তাকে যন্ত্র মানব বলা হয়। তিনি বাল্ব আবিস্কারের সময় ১০০০ বার ব্যর্থ হওয়ার পর সফল হন । কাজেই চেষ্টার মাঝেই লুকিয়ে আছে সফলতা। এভাবে দেখা যায় যে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম ছাড়া সফলতা আশা করা যায় না । সঠিক পরিকল্পনা গ্রহন করে কাজ করলে সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ।।

Sort:  

asole bisse jara sofol hoyeche tara sobai somoy ke sotbabohar korei hoyeche. porisrom o somoyer sotbabohar batito kono kichu orjon somvob na. karon procrom e safoller cabikati. ar porisrom korte hoi ekti niyom mene sothik niyome . na hole porisrom britha jete pare . je kaj jevabe kora ucit sevabei korte hobe

thik boleche , asole porichom ar somoyer mullo dewa ei duiti jara kore tarai sofol hoi . sofol hote baddho tara . thank you apnar mulloban comment er jonno.. somoy mot kaj korun sofol hon .,.

This post has received a 4.92 % upvote from @boomerang.

This post has received a 15.9 % upvote from @boomerang.

হ্যা..!! আপনি ঠিক বলেছেন।অনেক গুরূত্বপূর্ন কথা আপনি তুলে ধরেছেন।অনেক সুন্দর ভাবে আপনার বক্তব্য পেষ করেছেন।এটা থেকে আমাদের অনেক শিক্ষানিও আছে।সবাই কে বুঝতে হবে,আসলে ঠিকি তো পরিকল্পনা ছাড়া কোন কিছুই করা সম্ভব না।জীবন কে গড়ে ওঠতে হলে অবশ্যয় পরিকল্পনা প্রয়োজন।

You got a 4.55% upvote from @emperorofnaps courtesy of @dreamworld346!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

sofol haowa onek kothin kaj

industry is the key to success . so take your key first

valo likhechen

apnr post ti onk gurupto purnno....apni onk sundor kotha likachn.....jegula amader mene chola ucit....prottek ti manushr sotik vabe take jiboj jabon korte hole take obosaoi porikolpona korte hobe....porikolpona chara koi sustho babe jibon jabon korte pare na.....appnr post ti asolai onk importent.....khub bhalo laglo ato sundor post korar jonno

akdom tik bolcan apu,

planning bad a kono vabai success asba na.

এটাই জীবন জীবন খেলা এটা সবসময় চাইবে তোমাকে ব্যর্থ করতে প্রত্যেকটা কাজে বাধা দিতে হাজার ব্যর্থতার পরও জিতে যাওয়ার নাম নামই জীবন সবসময়ই সহজ রাস্তা পাবে সেটার কোনো গ্যারান্টি নেই এবং জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে সেটা স্বাভাবিক কিন্তু জীবনে চলার পথে হাঁটা টাও স্বাভাবিক কাজেই আমরা কাজেই আমরা বলি জীবন কঠিন আসলে কথাটা হচ্ছে জীবন কখনই সহজ নয় প্রত্যেকটা জিনিস পেতে গেলে আমাদের করতে হয় প্রবল সংঘর্ষ এবং যে সেই সংঘর্ষে ভেঙে না পড়ে সোজা হবে সেটা কে কে পার করে নিতে পারে সেই জীবনে অর্জন করতে পারে জয় যারা করতে পারে না তাদের ভাগ্যে জোটে ব্যর্থতা, আর যারা সেই ব্যর্থতার পার করে বাবা উঠে দাঁড়ায় এবং যারা সংঘর্ষ করে জীবনের জন্য তারাই বা সেই হয় আসল মানুষ

setai jibon colar pothe badha asbei9 , kintu theme thakle ki colbe ? nijer samorthonujaye cesta kore jete hobe . sofolota eksomoy asbei .. jara sofol hoyechen tara ki bose theke ba cesta na kore hote perechen ? pareni . kajei cestar kono bikolpo nai..

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16