জীবন
সৈয়দপুর এলাকার মানুষ বিহারী বেশি তাই তারা নিয়মিত নামাজ পড়ে থাকেন। আমাদের মসজিদগুলো কখনো ফাঁকা থাকে না। সকাল দুপুর যে কোন সময় মসজিদে কোন না কোন লোক পাওয়া যায়। অনেক জায়গায় আমি দেখেছি যারা নামাজ পড়ে না। ফজরের নামাজের সময় হয়তো এক দুই জন ও পাওয়া যায় না। কোন সময় দেখা যায় শুধু ইমাম সাহেব নামাজ পড়তেছেন কিন্তু আমাদের এদিকে তেমন একটা দেখা যায় না এখানে মানুষ নিয়মিত নামাজ পড়েন। প্রত্যেকদিন দুই থেকে তিনটা কাতার মানুষ হয়। এটা একটা ভালো দিক। মসজিদ লোক পরিপূর্ণ দাঁড়ায থাকলে ভালো লাগে। আমাদের এলাকায় ছেলে বুড়ো সবাই নামাজ পড়ে থাকেন। আমাদের এলাকায় প্রত্যেকটি বাচ্চা নামাজ পড়ে। প্রত্যেকটি বুড়া লোক নামাজ পড়ে মসজিদে ভালই লোক হয়। শুক্রবারের দিন দুই তালাও ভর্তি হয়ে যায়। আসলে আমাদের এদিককার লোকজন শুক্রবারকে অনেক প্রাধান্য দেয় তাই শুক্রবারে অনেক লোক হয়ে থাকে।