মানবতা মানুষের অতুলনীয় গুণ

in #life6 years ago

মানবতা হল মানুষের একটি অতুলনীয় গুণ ।যার মাধ্যমে মানুষ অন্য মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে , অন্য মানুষের যেকোন বিপদে সাহায্য করতে অনুপ্রেরনা দেয় । মানবতা হীন মানুষ নির্মম , নির্দয় হয় । অন্য মানুষের কষ্টে তাঁরা ব্যাথা পায় না । অন্য মানুষের কষ্ট দিতেও তাদের কোন খারাপ অনুভুতি হয় না । তারা যেকোন মানুষকে নির্দয় ভাবে , অন্যায় ভাবে নির্যাতন করে থাকে । আমাদের সমাজে এই ধরনের মানুষ পত্র পত্রিকায় প্রায় দেখতে পায় । তারা নিজের বাড়িতে কাজের মানুষদের সাথে নির্মম আচরণ করে থাকে ।
এই ধরণের মানুষকে সমাজের প্রতিটি মানুষই ঘৃণার চোখে দেখে। বিশেষ করে আমাদের দেশে ধনী শ্রেণীর মানুষ গরীব শ্রেণীর মানুষদের প্রতি নির্দয় হতে দেখা যায় ।

মানুষকে সত্যিকারের মানুষ হতে হলে তার মধ্যে মানবতা থাকাটা জরুরি । মানবতাহিন মানুষ পশুর সমান । তাদেরকে অনেকে ভয় করলে কেও তাদের ভালবাসে না । এই শ্রেণীর মানুষ গুলো সমাজের মানুষ যেমন অপছন্দ করে তেমন সৃষ্টিকর্তাও তাদের অপছন্দ করে । যুগে যুগে যারা পৃথিবীতে প্রশংসিত হয়েছেন তারা মানবিক ছিলেন ।

Sort:  

manusher pase darate hobe

mamobota sobar thakte hoi

This post has received a 10.64 % upvote from @booster thanks to: @bittriex.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67103.13
ETH 2617.45
USDT 1.00
SBD 2.69