মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৪৫
১৮৫২ খ্রিস্টাব্দের মার্চ মাসে মধুসূদন ' মাদ্রাজ হিন্দু ক্রনিকাল ' পত্রিকার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। সম্পাদক হিসাবে তাঁর সুনাম মাদ্রাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। কিছুকাল পরে ' হিন্দু ক্রনিকাল ' পত্রিকা বন্ধ হয়ে গেলে ' মাদ্রাজের একজামিনার পত্রিকা ' মধুসূদন দত্তের প্রশংসা করে সম্পাদকীয় প্রকাশ করে। এ বছরের মার্চে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় সম্পাদকীয় -উপসম্পাদকীয় লিখে সমাজ-সাহিত্য সম্পর্কে মূল্যবান মতামত প্রকাশ করতে থাকে।
১৮৫৩ খ্রিস্টাব্দের ২৯ জুলাই মাদ্রাজ সার্কুলেটর পত্রিকায় ইংরেজ শাসনব্যবস্থার সঙ্গে মুসলিম শাসনামলের তুলনা করে লিখিত মুসলিম জাতির স্বপক্ষে একটা সম্পাদকীয় প্রকাশিত হয় তাঁর।