মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৪৫

in #life7 years ago

১৮৫২ খ্রিস্টাব্দের মার্চ মাসে মধুসূদন ' মাদ্রাজ হিন্দু ক্রনিকাল ' পত্রিকার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। সম্পাদক হিসাবে তাঁর সুনাম মাদ্রাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। কিছুকাল পরে ' হিন্দু ক্রনিকাল ' পত্রিকা বন্ধ হয়ে গেলে ' মাদ্রাজের একজামিনার পত্রিকা ' মধুসূদন দত্তের প্রশংসা করে সম্পাদকীয় প্রকাশ করে। এ বছরের মার্চে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় সম্পাদকীয় -উপসম্পাদকীয় লিখে সমাজ-সাহিত্য সম্পর্কে মূল্যবান মতামত প্রকাশ করতে থাকে।

১৮৫৩ খ্রিস্টাব্দের ২৯ জুলাই মাদ্রাজ সার্কুলেটর পত্রিকায় ইংরেজ শাসনব্যবস্থার সঙ্গে মুসলিম শাসনামলের তুলনা করে লিখিত মুসলিম জাতির স্বপক্ষে একটা সম্পাদকীয় প্রকাশিত হয় তাঁর।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94194.88
ETH 3392.03
USDT 1.00
SBD 3.50