মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৩৯
মধুসূদন যখন কৃষ্ণমোহনের পরিবারে যাতায়াত করতেন তখন কোন মানবীগর্ভে ' দেবকী ' নামে কারও জন্ম হয়নি।১৮৪৩ খ্রিস্টাব্দে কৃষ্ণমোহনের প্রথম কন্যা কলমণির বয়সই মাত্র দু'বছর কয়েক মাস মাত্র।কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের জীবনচরিত বিশ্লষণ করে প্রমাণিত হয়েছে যে, ১৮৪৩ খ্রিস্টাব্দে তাঁর দ্বিতীয় কন্যা দেবকীর (দৈবকী) জন্ম হয়েছে,অথ্যাত্ মধুসূদনের খ্রিস্টধর্ম গ্রহণের বছরেই।সদ্যোজাত একটা শিশুর সাথে মধুসূদনের কেন,কোন ব্যক্তিরই প্রেম হওয়া হাস্যকর।