মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৩৬

in #life7 years ago

মধুসূদনের পিতামাতা তাহার বিবাহের নিমিত্ত তাঁহাদের স্বদেশস্থ কোন ধনাঢ্য ভূম্যধিকারীর একটি রুপ-লাবণ্য সম্পন্না বালিকাকে মনোনীত করিয়া ছিলেন। কিন্তু মধুসূদন এ বিবাহে আপত্তি করিলেও তাঁহার পিতামাতা বিবাহ দিতে কৃতসঙ্কল্প হন। এই অপ্রীতিকর বিবাহের দায় এড়াইবার নিমিত্ত মধুসূদন খ্রিস্টান হন।

তাঁহার ইংল্যান্ড গমনের উৎকট আকাঙ্ক্ষাও আর একটি কারণ। সে সময়ে সমুদ্র যাত্রায় জাতিনাশ হইত। খ্রিস্টধর্মে দীক্ষিত হইলে ইউরোপ যাত্রার সুবিধা হইবে ভাবিয়া মধুসূদন স্বধর্ম ত্যাগ করেন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79817.76
ETH 1589.93
USDT 1.00
SBD 0.67