মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-২০
হিন্দু কলেজে এ সময় মধুসূদন সেরা ছাত্র হিসেবে পরিচিত।পোশাক-পরিচ্ছদ,চালচলন,মদ্যপানে সবার উপরে তিনি।সর্বক্ষেত্রে মধুর এই অগ্রসরচিন্তা পাশ্চাত্যের সাহিত্য সভ্যতা সম্পর্কে প্রচুর পঠনের ফলেই সম্ভব হয়েছিল।কলেজে কখনও তিনি বায়রন থেকে আবৃত্তি করে,শেখ সাদীর গজল গেয়ে,সাহেবদের মতো চুল ছেঁটে সবাইকে চমকে দিতেন।