হাডুডু আমাদের জাতীয় খেলা
হাডুডু হচ্ছে আমাদের দেশীয় একটি খেলা। আমাদের বাংলাদেশের মানুষ হাডুডু খেলে থাকেন। আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। হাডুডু সবাই খেলতে পারেন না। হাডুডু খেলতে শক্তিশালী মানুষ হওয়া প্রয়োজন। হাডুডু খেলতে প্রচুর পরিশ্রম এবং শক্তির প্রয়োজন হয়। আমরা টিভিতে হাডুডু চ্যাম্পিয়নশিপ দেখতে পারি। আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে হাডুডু প্রতিযোগিতা হয়ে থাকে৷ আমাদের উত্তরাঞ্চলে হাডুডু খেলার আয়োজন করা হয়। আমাদের উত্তর অঞ্চলে অনেক হাডুডু খেলোয়াড় আছেন। যারা অনেক ভালো হাডুডু খেলে থাকেন। যাদেরকে বাইরের এলাকার মানুষ হায়ার করে নিয়ে যায়। ভালো খেললে ভালো খেলোয়াড়ের কদর থাকে। আমি সব ধরনের খেলায় খেলেছি। কিন্তু কোন খেলা সেভাবে ভালো পারি না। খেলা খেলতে আমার অনেক ভালো লাগতো বর্তমানে আমি সেই রকম খেলার সুযোগ পাই না। এখন শরীর অনেক ভারী হয়ে গিয়েছে তাই খেলতে ভালো লাগেনা। হালকা শরীর থাকলে খেলতে ভালো লাগে।