জীবনsteemCreated with Sketch.

in #lifelast year

ফোন দুনিয়ায় সকলে নিজের স্বার্থে চলে। সবাই তার নিজ নিজ স্বার্থে চলে। স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে ছাড়ে না। পৃথিবী অনেক পাল্টে গেছে। আগে যেমন ছিল। এখন তেমনটা নেই। পৃথিবীর সাথে তাল মিলিয়ে থাকতে হলে নিজেকেও স্বার্থপর হতে হবে। স্বার্থপর হলে আপনি ভালো থাকবেন। পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে নিজের মতো রাখতে হবে। কারো সাথে ঘোরাফেরা করা যাবে না কারো সাথে কোন কিছু বলা যাবে না কাউকে সাহায্য করা যাবে না। এখন পৃথিবীতে যে একা বেঁচে আছে সেই ভালো আছে। এখন পর উপকারী ভাত নেই। আপনি মানুষকে সাহায্য করবেন। মানুষ আপনাকে সাহায্য করবে না। তাই নিজেকে নিজের মতো রাখতে হবে। নিজের মত চলতে হবে। তাহলেই আপনি পৃথিবীতে ভালো থাকতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101935.35
ETH 3696.04
SBD 2.62