পৃথিবিতে কিছু মানুষ আছে l

in #life6 years ago

পৃথিবিতে কিছু মানুষ আছে,
যারা খুব সাদা সিধে।
এরা মানুষদের খুব সহজেই বিশ্বাস করে।
কিন্তুু এই বিশ্বাসটা নিয়ে সবাই তাদের সাথে মজা করে।
তারা কাউকে ভালোবাসলে মন প্রাণ উজার করে ভালোবাসে।
কিন্তুু সে মানুষটা তার ভালোবাসা বোঝেনা।
সে মানুষটাকে বোঝানোর চেষ্টা করলেও বার বার ব্যার্থ হয়ে ফিরে আসে।
এদের সব থেকে বড় কষ্ট,
এদের কেউ বোঝেনা।
কেউ বুঝতেও চায়না।
এদের কেউ মন থেকে ভালোবাসে না,,,
হয়তো কিছু সময়ের জন্য এদের সাথে ভালোবাসার অভিনয় করতে পারে।
এরা অপেক্ষা করে,কেউ একজনার জন্য
যে তার হাতটা ধরে বলবে,,
তোমার হাতটা সারা জিবন ধরে রাখবো।
কিন্তুু দিন শেষে কেউ আর বলেনি,
হতাশা নিয়ে ফিরে আসে।
এদের খুব ইচ্ছে হয়,
কেউ একজন তাকে বলুক,
তোমার অতিতটা তোমাকে আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবো।
কিন্তুু কেউ আর বলেনা।
হয়তো তাদের কষ্ট গুলো শুনে কেউ একজন তার প্রতি করুণা করবে!
এরপর মিষ্টি মিষ্টি দুটো কথা বলবে।
কয়েকদিন ভালোবাসার অভিনয় করবে,
কিন্তুু সেও দুদিন পর চলে যাবে।
এই সব বোকা মানুষদের কারো মনে জায়গা হয়না।
কারণ,তারা অন্য সবার মতো অভিনয় করতে পারেনা....
43176167_1941926119446206_3711804444799664128_n.jpg

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94242.56
ETH 3408.52
USDT 1.00
SBD 3.35