আনিকার জীবন

in #life7 years ago

আনিকার মন বিষণ্ন। মানুষের জীবনতরঙ্গের একটি পূর্ণচক্রে থাকে একটি সুখের অর্ধচক্র এবং একটি দুঃখের অর্ধচক্র। কখনো কখনো কোনো দুঃখের অর্ধচক্র যেন ক্যান্সার কোষের মতো খেই হারিয়ে বিস্তার লাভ করতে থাকে। আনিকার জীবন এখন তেমনই এক দুঃখের অর্ধচক্রে। এই অর্ধচক্রের ব্যাপ্তি যেন মহাবিশ্বের মতোই প্রসারমান। ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর মতো আনিকার জীবনের ওপর বই হতে পারে ‘আ ব্রিফ হিস্ট্রি অব সরো’।
আনিকাকে বেডরুমে আটকে রেখেছে তার বাবা। বিধ্বস্ত মন নিয়ে জানালার পাশে এসে দাঁড়াল সে। নিষ্পলক আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশের বিশালতার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে তার। মহাজাগতিক বিশালতায় দৃষ্টি ফেললে পার্থিব দুঃখ-কষ্ট ধীরে ধীরে তুচ্ছ হয়ে আসে। কিন্তু আনিকার দুঃখ যেন কমছেই না।
হঠাৎ আনিকার চোখ পড়ল বিশাল পাখা মেলে এদিকেই উড়ে আসতে থাকা একটি পাখির উপর। পরক্ষণেই সে বুঝতে পারল যে সেটি কোনো পাখি নয়; মানুষ। মুক্ত মানুষকে দেখে নিজের বন্দীত্বের জন্য হাহাকার করে উঠল সে। আহ্, সেও যদি এভাবে উড়তে পারত!
মানুষটি আরও কিছুটা কাছে আসতেই আনিকার চোখ যেন আটকে গেল। নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না। ফরহাদ ডানা মেলে উড়ে আসছে তার দিকেই! প্রিয় মানুষকে ডানা ঝাপটিয়ে আসতে দেখে আনিকা বিস্মিত ও আবেগআপ্লুত হয়ে পড়ল! তার জীবন বুঝি সুখের অর্ধচক্রে প্রবেশ করতে যাচ্ছে।

Sort:  

Please Stop

In your your last 100 comments you used 33 phrases considered to be spam and you made this exact same comment 6 times. You've received 2 flags and you may see more on comments like these. These comments are the reason why your Steem Sincerity API classification scores are Spam: 86.60% and Bot: 3.30%

Please stop making comments like this and read the ways to avoid @pleasestop and earn the support of the community.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 98090.86
ETH 3599.39
SBD 2.29