😊" ছেলের দেয়া ঈদ উপহার পেয়ে ভীষন খুশী "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ছেলের দেয়া ঈদ উপহার পেয়ে ভীষন খুশীঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করতে।আজকের ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে অনেক বেশী ভালো লাগছে।রমজানের রোজা শেষ হতে চলেছে।ঈদের আমেজ শুরু হয়ে গেছে।আমরা ঈদ উৎসব উদযাপন করতে ইতিমধ্যে বাড়িতে চলে এসেছি।বাড়িতে আসার আগের দিন হাসবেন্ড বলল কেনাকাটা করতে যাওয়ার জন্য। কিন্তু আপনারা তো জানেন রমজানের শুরুতে আমি ভীষণ অসুস্থ হয়ে পরেছিলাম।শরীর সুস্থ হলেও সপ্তাহ খানেক পর আমি খুবই দুর্বল হয়ে পরি।আমার প্রেশার লো হয়ে গিয়েছিল।মাথা সোজা করে রাখতে কষ্ট হয়েছিল।সারাদিন ই বিছানায় পরে থাকতাম।যাই হোক এখন অনেকটাই ভালো আছি।
বাড়িতে আসার আগে হাসবেন্ড কেনাকাটা করতে ছেলেকে নিয়ে মার্কেটে গিয়েছিল।ছেলে ঈদের কেনাকাটা করেছিল সেদিন বসুন্ধরা মার্কেট থেকে।দুজন মিলে ঘুরে ঘুরে সব প্রয়োজনীয় জিনিস গুলো কেনাকাটা শেষ করেছিল।ছেলে নিজের জমানো টিফিনের টাকা সাথে করে নিয়ে গিয়েছিল।ছেলে বাবাকে বলেছিল আমার জন্য কিছু একটা কিনবে।ছেলে টাকা বের করে তার বাবার হাতে দিয়েছিল।তখন বাবা আর ছেলে মিলে আমার জন্য এই ব্যাগটি পছন্দ করেছিল।যদিও কিছুদিন আগে আমি চারটি ব্যাগ কিনেছিলাম।তারপরেও ছেলের জমানো টাকা দিয়ে ব্যাগটি আনাতে আমার ভীষণ ভালো লেগেছিল।সত্যি কথা বলতে যে কেউ আমার কথা মনে করে যা কিছুই এনে থাকুক না কেন আমার ভালো লাগে।আর সন্তান মায়ের জন্য কোন কিছু আনলে তার ভালো লাগা অনেক বেশী।
সন্তানের কাছ থেকে পাওয়া উপহার গুলো একটু বেশীই ভালো লাগে মা -বাবার কাছে।উপহার পেতে যেমন ভালো লাগে আমার ঠিক তেমনি উপহার দিতেও ভালো লাগে।উপহার আদান-প্রদানে যেকোনো সম্পর্ক ভীষণ মজবুত হয়।ছেলে বাসায় এসে বার বার বলছিল,আমার ব্যাগটি পছন্দ হয়েছে কিনা।আমি বলেছিলাম,সন্তানের দেয়া উপহার গুলো মা-বাবার কাছে অনেক দামী।আমার খুব পছন্দ হয়েছে।আমি খুব খুশী হয়েছিলাম সেদিন ছেলের দেয়া ঈদ উপহার পেয়ে। ব্যাগটির দাম পরেছিল তিন হাজার টাকা।আজকে আপনাদের মাঝে অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভুতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter002/status/1904479842890072466?t=XPX22obuH0ywXT0Aepn46w&s=19
https://x.com/shimulakter002/status/1904414002018738532?t=nVSwbTyZ6af92YhJ8TmrMQ&s=19
কথাটা শুনে সত্যিই খুব ভালো লাগলো আপু। আপনার ছেলে টাকা জমিয়ে ঈদ উপলক্ষে আপনাকে ব্যাগ কিনে দিয়েছে। ব্যাগটা খুবই সুন্দর হয়েছে। এ ধরনের অনুভূতিগুলো সত্যিই আনন্দের। আপনার ছেলেও নিশ্চয়ই আপনাকে উপহার দিতে পেরে খুশি হয়েছে। অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য
অনেক ধন্যবাদ আপু।
উপহার পেতে সকলে পছন্দ করে। আর তা যদি হয় সন্তানদের কাছ থেকে তাহলেতো সেই আনন্দ বহুগুন বেড়ে যায়। আপনার এতোটুকু ছেলে যে তার জমানো টাকা দিয়ে আপনার জন্য ঈদ উপহার কিনেছে সেটাতো অবাক হওয়ার মতো ঘটনা। তবে আপনার ছেলে যে উপহার দিতে শিখেছে তারমানে বড় হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার অনুভূতিগুলো পড়ে। অনেক অনেক দোয়া আপনার ছেলের জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
https://x.com/shimulakter002/status/1904568936890527760?t=qAzWioabraqM5Q_Wcz1VFA&s=19
https://x.com/shimulakter002/status/1904571308526231981?t=F61_9q78NFE9DgfJK2ga3w&s=19
উপহার পেতে সবারই খুব ভালো লাগে। আর সেই উপহার যদি সন্তানের কাছ থেকে পাওয়া যায় তবে তার মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। সেই আনন্দের মাত্রা একেবারেই আকাশ ছোঁয়া হয়। আপনার ছেলে বেশ দায়িত্ববান মনে হচ্ছে তাই এমন উৎসবের দিনে তার মাকে জমানো টাকা দিয়ে এমন সুন্দর একটি উপহার কিনে দিয়েছে। এই ছেলে আপনারই হাতে শিক্ষিত আপনি তৈরি করেছেন তাকে। তাই সর্বপ্রথম আপনাকে অনেক অভিনন্দন জানাই। এই উপহার আপনার কষ্টের ফল।
অনেক অভিনন্দন দিদি আপনার জন্য।
উপহার পেতে আমাদের সকলের ভালো লাগে৷ আর এই উপহার যদি সন্তানের কাছ থেকে পাওয়া যায় তখন তার থেকে ভালো আর কিছুই হয় না৷ সেই উপহার যতই দামি হোক না কেন মায়ের প্রতি যে ভালবাসার কারনে সে এই উপহার দিয়েছে তার থেকে বড় মুহূর্ত আর কিছু হতে পারে না৷ আর আপনার সন্তান আপনাকে এতো সুন্দর ভাবে উপহার দিয়েছে এবং আজকে আপনি আমাদের মাঝে এটি শেয়ার করেছেন যা দেখে খুব ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের জন্য৷