You are viewing a single comment's thread from:

RE: 😊" ছেলের দেয়া ঈদ উপহার পেয়ে ভীষন খুশী "

in আমার বাংলা ব্লগ26 days ago

উপহার পেতে আমাদের সকলের ভালো লাগে৷ আর এই উপহার যদি সন্তানের কাছ থেকে পাওয়া যায় তখন তার থেকে ভালো আর কিছুই হয় না৷ সেই উপহার যতই দামি হোক না কেন মায়ের প্রতি যে ভালবাসার কারনে সে এই উপহার দিয়েছে তার থেকে বড় মুহূর্ত আর কিছু হতে পারে না৷ আর আপনার সন্তান আপনাকে এতো সুন্দর ভাবে উপহার দিয়েছে এবং আজকে আপনি আমাদের মাঝে এটি শেয়ার করেছেন যা দেখে খুব ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের জন্য৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93498.46
ETH 1763.53
USDT 1.00
SBD 0.86