" আমার ঈদ আয়োজন " ❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

আমার ঈদ আয়োজনঃ


20250331_211400.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।কিছুদিন আগে আমরা রমজানের পর ঈদুল ফিতর উৎসব উদযাপন করলাম।সেই বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করতে চলে এলাম।আপনারা অনেকেই দেখেছেন আমি এবার শ্বশুরবাড়ি তে ঈদ উৎসব উদযাপন করেছি।আগে ই বলেছি আমার শ্বশুরবাড়িতে এখন কেউ ই নেই।বাড়ি ফাঁকা পরে আছে।আমার দেবর-ননদরা যখন দেশে আসে, তখন বাড়িটা ভরপুর হয়ে থাকে।প্রতিবারের মতো এবার ও ২৭ রমজানে মুরব্বিদের জন্য মসজিদে ইফতার করানো হয়েছিল।আমরা এবার ঈদ করতে গিয়ে এমনিতে ভালোই লেগেছিল।শুধু আপন মানুষ গুলো কেউ নেই।এজন্য খারাপ লেগেছিল।তবে পাড়া-প্রতিবেশীদের নিয়ে আর আত্মীয় -স্বজনদের নিয়ে ঈদ করে ভালো ই লেগেছিল।প্রতিবারের মতো এবার ও ঈদের দিনটি সকাল থেকে রাত পর্যন্ত ঈদ সালামী দিয়েই শেষ করেছি।এই ঈদে তো সবাই সালামী আশা করে।আমিও করতাম ছোটবেলায়।কতো সালামীই না পেয়েছি।আজ এই ঈদে বাচ্চাদের কে সালামী দিয়ে নিজের ছেলেবেলার ঈদ সালামী পাওয়ার আনন্দটুকু অনুভব করলাম।

20250330_160035.jpg

20250329_221514.jpg

ঈদের দিনের সকালের আয়োজন ছিল আলাদা।দুপুরে আলাদা।তবে সকালের আয়োজন আমি ফটোগ্রাফি সবটা করতে পারিনি।কারন সকালে ভীষণ চাপে ছিলাম।সকালে পায়েস,জর্দ্দা পোলাও আর ভুনা খিচুড়ি ও ভুনা মাংস রান্না করেছিলাম।সেই খাবার গুলো ১২ টার মধ্যে ই শেষ করে আমি দুপুরের রান্না শুরু করেছিলাম।

20250331_152806.jpg

20250331_152752.jpg

20250331_152730.jpg

দুপুরের রান্না হয়েছিল পোলাও,চিকেন ফ্রাই,রোস্ট,খাসির রেজালা,সিজলিং,মুরগীর ঝাল গোশত।আমার রান্নাঘরে এতো রোদের তাপ যে ফটোগ্রাফি গুলো ঠিক মতো করা যাচ্ছিল না রোদের কারনে।এতো সব রান্না করতে করতে আমার বিকাল ৪ টা বেজে গিয়েছিল।রান্নার পর বুঝতে পারছিলাম আমার পায়োর পাতা ব্যথা করছে।আম্মু বলছিলো দাঁড়িয়ে এতো সময় রান্না করেছি এজন্য এমনটা হচ্ছে।কি আর করা ফ্রেস হয়ে নিজের পায়ের পাতায় নিজেই তেল দিয়ে মালিশ করে নিয়েছিলাম।এরপর যখন রাতে গেস্ট এলো আর আমার করা রান্না খেয়ে খুব প্রশংসা করছিল তখন সত্যি ই খুব ভালো লাগছিলো।

আমার ঈদের দিনটি সবাইকে নিয়ে ভীষণ আনন্দে কেটেছে।যদিও গরম ছিল।তারপরেও গরমকে বাদ দিলে সময়টা ভালো ই কেটেছে।আমি আমার সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নিলাম আপনাদের মাঝে। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে সুন্দর মন্তব্য শেয়ার করবেন।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঝালকাঠি

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 
 5 days ago 

Screenshot_20250405-153130_Chrome.jpg

Screenshot_20250405-153024_Chrome.jpg

Screenshot_20250405-150850_Chrome.jpg

 5 days ago 

আপনার ঈদ আয়োজনের খাবার গুলো দেখে অনেক ভালো লাগলো। সব গুলো লোভনীয় খাবার। ঈদ ভালোই কেটেছে। ধন্যবাদ।

 4 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে ও।

 5 days ago 

মাশাল্লাহ আপু আপনি তো বেশ ভালোই আয়োজন করেছেন দেখছি। আসলে সকালে আবার দুপুরের আলাদা আলাদা রান্না করা খুবই কষ্টকর। যেটা আপনার কথা শুনে বুঝতে পারছি। আর এতগুলো রেসিপি তৈরি করাও অনেক বেশি কষ্টসাধ্য। যেটা একা একা আসলে খুবই খারাপ লাগার বিষয়। যাই হোক তবুও সবাই খেয়ে প্রশংসা করেছে এটাই তো বড় বিষয়। খুব ভালো লাগে যখন রান্না করা খাবারের প্রশংসা পাই। পরিবারের সবাই না থাকলেও নিজেরা নিজেরা ভালোই ঈদ কাটিয়েছেন দেখছি।

 4 days ago 

জি আপু। পরিবারের লোক না থাকলেও আত্মীয়- স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে ভালো ই ঈদ উদযাপন হয়েছে এবার।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 80862.58
ETH 1567.71
USDT 1.00
SBD 0.79