মাশাল্লাহ আপু আপনি তো বেশ ভালোই আয়োজন করেছেন দেখছি। আসলে সকালে আবার দুপুরের আলাদা আলাদা রান্না করা খুবই কষ্টকর। যেটা আপনার কথা শুনে বুঝতে পারছি। আর এতগুলো রেসিপি তৈরি করাও অনেক বেশি কষ্টসাধ্য। যেটা একা একা আসলে খুবই খারাপ লাগার বিষয়। যাই হোক তবুও সবাই খেয়ে প্রশংসা করেছে এটাই তো বড় বিষয়। খুব ভালো লাগে যখন রান্না করা খাবারের প্রশংসা পাই। পরিবারের সবাই না থাকলেও নিজেরা নিজেরা ভালোই ঈদ কাটিয়েছেন দেখছি।
জি আপু। পরিবারের লোক না থাকলেও আত্মীয়- স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে ভালো ই ঈদ উদযাপন হয়েছে এবার।অনেক ধন্যবাদ আপনাকে।