চিতাবাঘsteemCreated with Sketch.

in #leopardlast year

আমরা সকলে জানি চিতাবাঘ দ্রুত গতি সম্পন্ন প্রাণী। চিতাবাঘ সাধারণত জঙ্গলে থাকে। চিতা বাঘকে আমরা টিভিতে দেখেছি হরিণ শিকার করতে। এটা আবার খুব দ্রুত দৌড়াতে পারে বলে এরা যে কোন প্রাণীকে স্বীকার করতে পারে। টিভিতে আমরা চিতাবাঘকে খরগোশ এবং হরিণ শিকার করতে দেখেছি। চিতাবাঘ দেখতে মিডিয়াম সাইজের হয়ে থাকে। এক একটি চিতা বাঘ ২০০ থেকে ৫০০ কেজি ওজনের হয়ে থাকে। চিতাবাঘ শরীরের কালার অন্যরকম হয়ে থাকে। চিতা বাঘের চেহারা মায়াবী এবং ভয়ঙ্কর হয়ে থাকে। চিতাবাঘ এর চোখগুলো অনেক সুন্দর হয়ে থাকে। চিতাবাঘের চারটি পা থাকে। চিতাবাঘের দুটি কান একটি নাক একটি মুখ আছে। পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুত গতি সম্পন্ন প্রাণী হচ্ছে চিতাবাঘ। আমরা টিভিতে বিভিন্ন ভিডিওতে দেখেছি চিতাবাঘ অনেক দৌড়াতে পারে। আমরা ডিসকভারি চ্যানেল অনেক ভিডিও দেখেছি যেখানে চিতাবাঘ হরিণ স্বীকার করতে ছিলো। চিতাবাঘ শুধু দৌড়াতে নয়, চিতা বাঘ গাছেও উঠতে পারে। চিতাবাঘ স্বীকার করার জন্তু গাছের উপরে উঠিয়ে নিতে পারে। চিতাবাঘ সব সময় অন্য জন্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পছন্দ করে। চিতা বাঘের বাচ্চা অনেকটা বিড়ালের বাচ্চার মত দেখতে হয়ে থাকে। একেকটি চিতাবাঘের জন্য প্রতিদিন দুই থেকে তিন কেজি মাংসের প্রয়োজন হয়। আমি চিড়িয়াখানায় গিয়ে চিতা বাঘ দেখেছিলাম। এছাড়া কখনো জঙ্গলে চিতা বাঘ দেখিনি। টিভিতে ডিসকভারি চ্যানেলে অনেক কয়েকের ভিডিও দেখেছিলাম।


Pixabay

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91782.03
ETH 3133.14
USDT 1.00
SBD 3.00