দেশে উন্মোচিত হলো হুয়াওয়ের মেটবুক

in #laptop7 years ago

http:// imagehdmusic44.com
দেশে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে মেটবুক উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। আধুনিক ব্যবসায়িক পেশাদারদের চাহিদার কথা মাথায় রেখে টু-ইন-ওয়ান ফ্ল্যাগশিপ ল্যাপটপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিয়ত দৃষ্টি-নন্দন ও শক্তিশালী মোবাইল কনজ্যুমার ডিভাইস তৈরি করে আসছে হুয়াওয়ে, আর এরই ধারাবাহিকতায় মেটবুক আনল প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের মোবিলিটির সঙ্গে ল্যাপটপের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে কাজে লাগানো হয়েছে মেটবুকটিতে। ডিভাইসটি তৈরি করা হয়েছে উন্নতমানের অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে, ফলে এটি দেখতে অভিনব ও অভিজাত ঘরানার। মেটবুকটির ওজন মাত্র ৬৪০ গ্রাম, ফলে এটি যে কোনো স্থানে বহনযোগ্য।

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত মেটবুকটিতে ব্যবহার করা হয়েছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআরফোর র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি সলিড-স্লেট ড্রাইভ (এসএসডি)-এর সঙ্গে সর্বোচ্চ ওয়ান টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ফিচারসমৃদ্ধ ডিভাইস হুয়াওয়ে মেটবুক ক্রয় করা যাবে। অভিনব ষ্ট্যাকড হার্ডওয়ারের সমন্বয়ে তৈরি করায় প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য মেটবুকে কোনো ফ্যান ব্যবহার করা হয়নি, ফলে ব্যবহারের সময় এটি থাকে পুরোপুরি জিরো নয়েজ বা আওয়াজহীন।
এছাড়া মেটবুকটি ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার প্রযুক্তিসম্পন্ন।
গতানুগতিক ইন্টারনেট সংযোগ যদি নাও থাকে, তখন ওয়াই-ফাই মোবাইল হটস্পট ফিচারের মাধ্যমে অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যেকোনো তথ্য-উপাত্ত ড্র্যাগ-অ্যান্ড-ড্রপের মাধ্যমে সহজেই আদান-প্রদানের সুবিধা রয়েছে এতে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94685.27
ETH 3267.52
USDT 1.00
SBD 7.04