মাটির টান

in #land2 days ago

মাটি বলতে আমরা কি বুঝি? আমরা যেটার উপরে দাঁড়িয়ে আছি সেটা? নাকি অন্য কিছু? আসলে মাটির দুই ধরনের ব্যাখ্যা করা সম্ভব। আমরা যার উপরে দাঁড়িয়ে আছি সেটিও মাটি, আবার আরেকটি আবেগঘন বিষয়ের নাম হচ্ছে মাটি। মাটি হল সেই আপন জিনিস সেখানে জন্মগ্রহণ করা হয়েছে। সেই স্থানে আমরা জন্মগ্রহণ করি সেই জায়গাটাকে আমরা আপন মাটি হিসেবে জেনে থাকি। পৃথিবীতে যেখানেই যাব সব জায়গায় মাটি পাবো কিন্তু ঠিক যেই জায়গায় আমি জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, সেই মাটির প্রতি যেই মায়া, টান ও আবেগ ওই মাটিই আমি বলছি।

20250110_165842.jpg

জীবনের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কখনো স্থায়ীভাবে যায় কখনো অস্থায়ীভাবে। জীবনের প্রয়োজন বলতে জীবিকা, উপার্জন, পড়াশোনা বা অন্য যেকোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। তবে পৃথিবীর যেই প্রান্তেই আমরা যাই না কেন, ঠিক যে স্থানের জন্মগ্রহণ করেছি এবং ছোট থেকে বড় হয়েছি প্রায় প্রত্যেকটা মানুষেরই সেরকম নির্দিষ্ট মাটি বা জায়গা রয়েছে। এবং সেই জায়গার প্রতি যে অকৃত্রিম টান এবং ভালোবাসা সেটা প্রত্যেকটা মানুষের ভেতর থেকে আসে।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ

বাংলাদেশের অধিকাংশ মানুষেরই জন্মস্থান গ্রামের দিকে। বিশেষ করে আমরা যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছি আমাদের জন্মস্থান একটু গ্রাম সাইডে। পড়াশোনা বা উপার্জনের জন্য যতই পৃথিবীর যেই প্রান্তে যায় না কেন ওই স্পেসিফিক গ্রামের ওই স্থান এর প্রতি যে টান বা মায়া তা কখনোই ভোলা সম্ভব নয়। ভেতর থেকে আশা এক আবেগ কাজ করে ওই মাটির প্রতি। ছোটবেলা থেকেই বুঝতে শেখা, খেলাধুলা বড় হওয়া সব ওই মাটির উপরেই। তাই মাটির প্রতি যে মায়া ও ভালোবাসা, তা যেন কখনোই কাটানো সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105647.40
ETH 3331.47
SBD 4.08