সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন

in #kr2 years ago

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন

web-police-line-killed-dead-body-1553756770943.jpeg

নিহতের শ্যালক জানিয়েছেন, তার লাশ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালে রাখা হয়েছে
নিহত লিটন মিয়ার শ্যালক আল-আমিন জানান, ওমরাহ পালন শেষে দাম্মামে তার কর্মস্থলে ফেরার সময় সন্ধ্যা ৬টার দিকে (বাংলাদেশ সময়) এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ লিটন মিয়া (৩০) মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চান মিয়া সরকারের একমাত্র ছেলে।

গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান জানান, লিটনের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান লিটন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66