মুক্তির পতাকা তুমি

in #kobita7 years ago

15825585_304.jpg

মুক্তির পতাকা তুমি, শান্তির ঠিকানা আমার ।
বাতিলের করুণ অগ্নি থেকে আমাকে বাঁচাব বলে
সমার্প্ণ করছি বিশ্বাসের তুমুল উল্লাসে অবিরাম
হে প্রভূ, তার কিছু কি দেখেছো?

নিখিলের বাঁকে বাঁকে ক্ষণিক ভ্রমণে
তোমার জ্যোতি তরে আমি এ গোলাম নত শির হয়েছি,
নবীজির কালিমা জপেছি অন্তরে খোঁজেছি তোমাকে
হে প্রভু ,তার কতোটা জেনেছো?

জেনেছি তোমার রহমতেই আছে মুক্তি, বুঝেছি তুমিই ত্রাতা
বিশ্বাস করেছি মুক্তির কালিমা- ”লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ” ।
তবু যে অন্তরে ভয়!
হে প্রভু, তোমার প্রেমের দামে সজিব করে দাও মোর প্রাণ.

দাসত্ব মেনে নিয়ে আজ আমিও ধন্য, টলমল
নবীজির প্রেমের টানে এ প্রাণকে সর্মাপণ করেছি তোমার ধ্যানে
মূলতই তুমিই প্রেম, তুমিই মুক্তির অধিপতি- হে আমার প্রভূ।
কোরআন - হাদিসের মিলনে উজ্জ্বল হয়- যে জান্নাত।

এ আমার মোহ বলো, এ আমার প্রত্যাশা বলো
সবই তোমার করুণা, সবই তোমার রহমত, আসে যদি প্রাণে!
তবু যে অন্তরে ভয়!
প্রেমের প্রণয়ের মতো প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা
চিরস্থায়ী জান্নাত বলো,
সে তোমার দয়াশীল রহমত
হে প্রভু, তুমি আমার অনুপম প্রেম ।

তুমি জানো, তোমার এ গোলাম কতটুকু ভালবেসেছে তোমাকে,
পারিনি যতটুকু তুমি চাও তবু ফরিয়াদ করি ক্ষমা কর আমাকে।

মুক্তির পতাকা তুমি, শান্তির ঠিকানা আমার ।
---------------------------------------------।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82650.99
ETH 1929.90
USDT 1.00
SBD 0.80