Popular food of Bangladesh- Called Kacchi 💘

in #kacchi7 years ago

এই প্লেটার দেখলেই সবাই বুঝে যাবেন এটা সুলতান্স ডাইন!
বরাবরের মত আমিও সবার মতই রেটিং ভাল দিব এই অস্থির কাচ্চিকে।তবে হ্যা কিছু কথা জানাব বলেই পোস্ট দেওয়া নাহলে তো এই প্লেটার নিয়ে হাজার খানিক পোস্ট আছে!😁
প্রথমত তাদের কাচ্চি আর মাংসের তুলনা হবে না। সবই পারফেক্ট। 😎
তবে কেও যদি আমাকে প্রশ্ন করে এই প্লেটারের সবচেয়ে বেস্ট আইটেম কোনটি?
আমি বলব জালি কাবাব!😍
হ্যা! আই মিন যাস্ট ইয়াম্ম। অন্যান্য যেকোনো জালি কাবাব থেকে টেস্টি। এই প্লেটার সাধারনত দুজন খায় তাই সবাইকে বলব দুজন খেলে একটা এক্সট্রা নিবেন কাবাব।

বোরহানি টা মিডিয়াম।

আর হ্যা এবার আসি মেইন কথায়।
এই প্লেটারের সবচেয়ে ফাউল টেস্ট ছিল জর্দা/ফিরনী।
দুটোর যেকোনো একটা তো নিতে পারবেন আমি ফিরনী নিয়েছিলাম তবে জরদাও এক্সট্রা নিয়ে ট্রাই করলাম।দুটাই বাজে হইলেও ফিরনী টা একটু বেটার!😣
image
বাদ বাকি সবই অস্থির ছিল। যারা এখনো ট্রাই করেন নাই তাদের জন্য বললাম কথা গুলা।আর যারা করেছেন তারা ভালই জানেন আশা করি।

আইটেম: কাচ্চি প্লেটার
দাম : ৫৯৯
টেস্ট : ৯/১০

At last worth a trial😉😉😉

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83868.39
ETH 2101.34
USDT 1.00
SBD 0.63