চাকরি করার জন্য আপনার কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন

in #jobtips6 years ago

চাকরি করার জন্য আপনার কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন

বর্তমান সময় আমাদের দেশে চাকরি পাওয়া খুব কষ্টকর । এবং অনেক প্রতিদন্দির থাকে । কিন্তু এই প্রতিদন্দির মুকাবেলা করার জন্য আপনাকে চাকরি পওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে । আপনি এই কাজ গুলো পড়াশুনার ভিতরে নিজেকে গড়ে তুলতে পারেন । তবে এখন মানুষ অনেক সচেতন আগের থেকে । বলতে পারেন সবাই যোগ্য চাকরির জন্য । কিন্তু চাকরি করার মত প্রতিষ্ঠান খুব কম বাংলাদেশে । তাও আপনাকে যেসব বিষয় জানতে হবে ।

কম্পিউটারে কাজ সম্পর্কে জানা

mmm.jpg

বর্তমান সময় চাকরি করতে গেলে আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবে আপনি কম্পিউটার ব্যাবহার সম্পর্কে জানেন কি না । কম্পিউটারে লেখালেখি করতে পারেন কিনা । কারন এখন আপনি যেখানেই চাকরি করতে যান না কেন সব প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যাবহার করা হয় । সব জাইগাই কম্পিউটার সব কিছু হিসাব রাখা হয় । আর আপনি যদি এর ব্যাবহার না জানেন তাহলে আপনি চাকরি করার সঠিক বাক্তি নই । তাই ছাত্র থাকতে একটি কম্পিউটার ব্যাবহার করা শুরু করুন এবং এর বিভিন্ন কাজ শিখুন ।

পরিশ্রম করার ক্ষমতা

image source

চাকরি বিভিন্ন রকম হতে পারে। কোনটা কঠিন পরিশ্রম করতে হয় । আবার কোনটা কম পরিশ্রম করতে হয় । কোন চাকরি সারাদিন সূর্যের রোদে কাজ করতে হয় ।আবার কোন চাকরি এ সি ঘরে বসে কাজ করতে হয়। প্রথমত আপনাকে এই সব কিছু হতে নিজেকে তৈরি করে নিতে হবে। অনেকে আছে যারা সামান্য পরিশ্রম করে অনেক কালান্ত হইয়া পড়ে । সূর্যের সামান্য তাপ সহ্য করতে পারেনা। আপনি যদি চাকরি করতে চান এই সব কিছুর সহ্য ক্ষমতা আপনার শরীরে থাকতে হবে । আপনি নিজেকে তৈরি করে নিন। এর জন্য আপনি নিয়মিত খেলাধুলা করুন তাতে আপনি অনেকটা চাকরির পরিশ্রম করার মত সুস্ত শরীর গড়ে তুলতে পারবেন । pexels-photo-140945.jpeg

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101666.04
ETH 3693.34
USDT 1.00
SBD 3.13