Joba fulsteemCreated with Sketch.

in #joba8 years ago (edited)

জবা ফুলকে চাইনীজ গোলাপ বলা হয়.
images (2).jpg আমাদের দেশের খুব কমন একটা ফুল. জবা প্রধানত লাল রঙের হলেও, পরবর্তিতে এইটার অনেক সংকর বের করা হয়েছে, যার জন্য এখন সাদা, হলুদ, গোলাপী, কমলা থেকে শুরু করে মিশ্রিত রঙের জবা ফুলও দেখা যায়. জবা ছাড়াও এই ফুলকে আর যা যা নামে ডাকা হয় তা হলো ঝুমকা জবা, জবা কুসুম. সারাবছর ফুল হয় বলে আর সাথে অনেক দিন বেচে থাকার কারণে আমাদের দেশের গ্রামে বাড়ির উঠানে প্রায়ই দেখা যায় এই গাছ. শহরেও অনেকে বাড়ির সীমানার মধ্যে এই গাছ লাগায়. আমার নানা বাড়ীতে টিনের ঘরের পেছনে এখনো একটা রক্ত জবার গাছ আছে. আমি জন্মের পরে থেকেই দেখে আসছি গাছটা.

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 76261.38
ETH 1472.60
USDT 1.00
SBD 0.63