কাশি হলে যে খাবারগুলো খাবেন না

in #jahangir7 years ago


বোতল বোতল কাফ সিরাপ শেষ হচ্ছে। অথচ কাশি কমছে না।

রাত বিরাতে শুকনো কাশির ধমকে ঘুমের দফারফা। ডাক্তার তো অবশ্যই দেখাবেন। কিন্তু কাশির কারণ যদি ঠান্ডা লাগা বা দূষণ হয়, তাহলে শুধু সিরাপে কাজ হবে না। বিজ্ঞানীরা বলছেন, কাশি হলে কিছু খাবারেও লাগাম দিতে হয়। নইলে যতই কাফ সিরাপ, মধু, আদা খান, কাশির ধমক থামবে না।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.039
BTC 105367.30
ETH 3283.42
SBD 5.56