অসাধারণ একটি ফুলের কথা। এই ফুলটা দেখতে অনেক সুন্দর।

in #jagss3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
নাম না জানা এক ফুলের কথা। আমাদের ঘরের সামনে রয়েছে খুব সুন্দর একটি ফুলের গাছ কিন্তু আমি ওই ফুল গাছটির নাম জানিনা এই ফুল গাছটির নাম আমার অজানা।

20211229_092601.jpg

আমার কাছে এই ফুলগাছটি খুবই ভালো লাগে দেখতে। ফুল গাছটি দেখতে খুবই সুন্দর। আমি প্রত্যেকদিন সকালে ফুল গাছটার মধ্যে ফানি দিতাম। ধীরে ধীরে বড় হতে লাগলো।

20211229_092604.jpg

ফুল গাছটি আমার কাছে ভালো লাগে। কিন্তু আমি এই ফুল গাছটির নাম জানিনা। আমাদের বাড়ির অনেকের ঘরের সামনে এই ফুলগাছটি লাগানো ফুল গাছটি অনেকেই পছন্দ করে।

20211229_092609.jpg

আমি অনেক দিন সকালে উঠে ভোরে ভোরে এ ফুল গাছের মধ্যে পানি দিতাম। আমি বাজার থেকে ফুল গাছটি কিনে নিয়ে আসি। এরপর আমাদের ঘরের সামনে লাগিয়ে দিলাম।

20211229_092613.jpg

আমাদের ঘরের সামনে ফুল গাছটি দেখতে খুবই সুন্দর লাগে। ওই জন্য আমি এরকম দুই-তিনটা গাছ নিয়ে আসি। বাজার থেকে কিনে ফুল গাছটার মধ্যে ফুল ধরে না শুধু পাতায় দেখা যায়।

ফুল না ধরলে কি হয়েছে এই ফুল গাছটার পাতাগুলো দেখতে সবুজ সবুজ এর উপর দাগ দাগ। এর ফুল গাছটি দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে। এই জন্য আমাদের ঘরের সামনে আমি লাগিয়ে দিলাম।

আমি এই ফুলগাছটি পানি দিলাম। ফুল গাছটি পাতাগুলো অনেক বড় বড় হয় আমাদের ফুলগাছটি। এখনো ছোট কিন্তু এটা ধীরে ধীরে অনেক বড় হতে থাকবে। দেখতে খুবই সুন্দর লাগবে।

ফুল গাছটি দেখতে আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যে ফুল গাছটির কিছু ফটোগ্রাফি করি। নানা ধরনের গাছপালা ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি।

ফটোগ্রাফি আমার অন্য একটি শখ। এই জন্য আমি এই গাছটির ফটোগ্রাফি করলাম। এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এ ফুল গাছটি দেখতে এসো সরাসরি খুবই সুন্দর।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97478.26
ETH 3565.84
SBD 1.58