অনেকদিন আগেকার কথা একটি গ্রাম ছিল।

in #jagss3 years ago

অনেকদিন আগেকার কথা একটি গ্রাম ছিল। যে গ্রামে অনেক বড় বুলি বাস করত। তাদের মুখে শুনা যেত পরীদের কথা তারা বলত যে পরীরা নাকি।

সেখানে প্রত্যেক পূর্ণিমার রাতে এবং অন্যান্য দিন নাচ করতে আসত অনেকেই নাকি। তাদেরকে দেখতে পেত কিন্তু অনেক ভুল বুঝে।

তারা যখন ভালো মানুষের সাথে দেখা দেয় খারাপ মানুষদের সাথে তারা দেখা যায়। কথাটা কিন্তু তাদের সাথে তাদের সাথে দেখা দেয়। এভাবে আসত মাঝে মধ্যে অনেক মানুষই তাদের তাদের।

এবং ওই গ্রামে পরীরা নাকি দেখতে পায় তাদের অনেক উপহার দেয়। তাদের কাছে গেল এবং লুকে লুকে তাদেরকে যেতে লাগল তখন সে দেখল তাদের কাছে অনেক সোনার মুদ্রা।

এবং রুপার মুদ্রা রয়েছে এবং তাদের সমস্যাগুলো চুরি করে নিয়ে যেতে লাগলো। তখন সেনাবাহিনীর তাদেরকে সোনার শিকল দিয়ে বেঁধে ফেললাম। এরপর লোকটি পড়ে গেল এরপর লোকটি কান্না লাগলো।

কিন্তু পরীরা তাকে ছেলেদের এরপর তাদের উপরে নাচতে শুরু করল এরপর লোকটি তার শাস্তি পেল অতিরিক্ত লোভ করলে এই অবস্থাই হয় মানুষের।

আত্মার এর ফলে মানুষ তার প্রভাব। অন্য কোন গ্রামের লোকেরা কিন্তু এ ধরনের লাভ করত না। কিন্তু লোকটি কার কাছে শুনে এই লোকটির করে ফেললো।

তার এর ফলে তার এই দশা হলো অতিরিক্ত লোভ করা ভালো না। লোকটি অতিরিক্ত বেশি লোভ করলো।

এজন্য তার এই শাস্তি হলো এ জন্য অতি লোভে তাঁতি নষ্ট হয়। তাই অতিরিক্ত লোভ করা ভালো নয় বেশি লোক করো না।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.031
BTC 79068.20
ETH 1600.56
USDT 1.00
SBD 0.87