হাদীস এর বানী Blog (....1....) Part...( 2)
কোনাে কোনাে হাদীস দ্বারা জানা যায় যে , হযরত জিবরাঈল আ : এর আগমন মহানবী সা . এর জীবনের শেষভাগে অনুষ্ঠিত হয়েছিলাে । এ সাক্ষাৎকার দ্বারা তেইশ বছরে অবতীর্ণ দ্বীনের সার - নির্যাস সকলের সম্মুখে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে । এজন্য এ হাদীসকে ওম্মূস সুন্নাহ বা ওম্মূল হাদিস বলা হয় , যেমনিভাবে সূরা ফাতিহাকে ওম্মূল কোরআন বলা হয় । গভীরভাবে চিন্তা করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে , দ্বীনের মূল হচ্ছে । তিনটি কথা , আর তা এ হাদীসেই আলােচিত হয়েছে । সে তিনটি কথা হলাে প্রথমত : বিশ্বাস অর্থাৎ আল্লাহর নবীগণ যেসব গুরুত্বপূর্ণ অদৃশ্য বিষয়াবলি পেশ করেছেন এবং যা মেনে নেয়ার দাওয়াত প্রদান করেছেন তা সত্য বলে মেনে নেয়া , একেই বলে ঈমান । । দ্বিতীয়ত : ইবাদত তথা বান্দা সম্পূর্ণরূপে আল্লাহর নিকট আত্মসমর্পন করবে এবং নামাজ , রােযা , হজ্ব , যাকাতসহ যাবতীয় বিধিবিধান যথাযথভাবে পালন করবে । তৃতীয়ত : নিষ্ঠা তথা ঈমান ও ইসলামের অধ্যায় অতিক্রম করার পর তৃতীয় ও শেষপর্ব হচ্ছে,
আল্লাহকে এমনভাবে মান্য করা যে , তিনি সর্বস্রষ্টা ও সর্বদশী । একথা মেনে নেওয়া যে , বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল কাজকর্ম সম্পর্কে আল্লাহ প্রত্যক্ষভাবে অবহিত । একে বলে ইহসান । এ তিনটি বিষয়কে নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়িত করতে পারলেই একজন মানুষ খাটি মুমিন । হিসেবে পরিগণিত হবে ।
নামকরণের কারণ : এ হাদীসটির নাম হলাে ‘ হাদীসে জিবরীল । যেহেতু প্রশ্নকারী ছিলেন জিবরাঈল আ . এজন্য হাদীসটিকে হাদীসে জিবরীল বলা হয় । এছাড়া হাদীসটিকে ওম্মূস সুন্নাহ বা ওম্মূল হাদিস ও বলা হয় । কেননা , হাদীসটিতে ইসলামের সব মৌলিক বিষয় সংক্ষিপ্তাকারে বর্ণিত হয়েছে ।
হাদীস বর্ণনার উপলক্ষ : এ হাদীসটি বর্ণনা করার কারণ প্রসঙ্গে মুহাদ্দিসগণ নিমােক্ত ঘটনা পেশ করেছেন আল্লাহ তাআলা যখন এ আয়াতটি অবতীর্ণ করেন যে ,
لاترفعوا أصواتكم فوق صوت النّبي
অর্থাৎ “ তােমরা নবীর কথার উপর তােমাদের আওয়াজকে উচু করাে না " , তখন সাহাবীগণ অত্যন্ত ভয় পেয়ে যান এবং প্রয়ােজন থাকলেও রাসূল সা . কে প্রশ্ন করতে সাহস পেতেন না । এমতাবস্থায় আল্লাহ তাআলা সাহাবীদেরকে শিষ্টাচার , চলাফেরা , উঠাবসা , প্রশ্ন করার রীতিনীতি ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাঈল আ . কে মানুষের আকৃতিতে প্রেরণ করেন ; যাতে সাহাবীগণ নির্ধারিত পদ্ধতি মােতাবেক রাসূল সা . এর খেদমতে এসে তাদের প্রয়ােজনীয় বিষয়াবলী অবগত হতে পারেন ।
এই হাদীস টির বিস্তারিত জানতে পরের দুটি পোস্ট দেখুন ।
Follow me.
@gentlee-boy
Congratulations @gentlee-boy! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Do not miss the last post from @steemitboard: