কোরান কে আঁকড়ে ধরো জীবন কে সুন্দর করে জীবন গড়

in #islam6 years ago

আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আরো একটি নতুন টপিক এ কথা হবে আশা করি সাথেই থাকবেন। জানি না আমার আর্টিকেল কেউ পরে কিনা তবে আমি বিশ্বাস করি আজকে কেউ পড়ার কেউ না থাকলেও ভবিষ্যতে কাউকে না কাউকে পাবো ইনশাআল্লাহ।

আমাদের দেশ আর আগের মতো নেই এই কথাটা বেশির ভাগ মানুষের মুখেই শুনতে পাওয়া যায় এখন। বলে এখন আর আগের মতো বৃষ্টি হয় না এখন আর আগের মতো এটা হয় না সেটা হয় না ইত্যাদি। হা কথা গুলা আসলেই সঠিক, কিন্তু এর জন্যে তো আমরা নিজেরাই দায়ী তাই না ? আমরা ও তো আগের মতো নাই, আমাদের চলা ফেরা আগের মতো নাই আমরা এখন গুনাহ কে গুনাহ ই মনে করি না। আল্লাহ তো গজব দিবেই। এটাই তো স্বাভাবিক। আপনি আল্লাহর দুনিয়ায় থাকবেন আর আল্লাহর কথা শুনবেন না এটা কিভাবে হয় ? আল্লাহ এখনো সব কিছু ধ্বংস করে দেয় নাই এটাই তো বেশি।

আমরা এখন যারা একটু ইসলাম মানি তাদের মধ্যে বেশির ভাগ মানুষ এর সুভিদাবাদী। যেগুলা সুন্নাত মানলে কোনো সমস্যা নাই সেই গুলা মানি। আর যেগুলা মানলে বিপদ আসতে পারে সেগুলা মানি না। আজ আমরা ইসলামী কোনো আন্দোলন ই করতে চাই না। অন্যায়ের কোনো প্রতিবাদ ই করতে চাই না।

আসুন আমরা কোরান কে আঁকড়ে ধরি তাহলে আমাদের আর কোনো গুমরাহী থাকবে না, আমরা খুঁজে পাবো আমাদের সঠিক পথ। এই কোরান এমন এক কোরান যার দিকে রহমতের নজরে তাকালেও সোয়াব। ধরলে সোয়াব, পড়লেও সোয়াব , এর জন্যে মরলেও সোয়াব। কোরানের জন্যে যদি কেউ মারা যায় তাহলে তাকে শাহিদ বলা হয়। তবে হা বাংলাদেশের হিন্দু মারা গেলেও মাঝে মাঝে শহীদ বলা হয়, এই শহীদ কিন্তু সেই শহীদ না। আরো বিস্তারিত জানতে আপনি ভিডিও টি দেখতে পারেন। ধন্যবাদ।


Source

আমার এই আর্টিকেল অথবা ভিডিও টি যদি আপনার জীবনে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আর্টিকেল টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকে আমার আমার আর্টিকেল শেষ করছি।

Screenshot_34.png

ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.

Sort:  

ইসলাম ও হাদিসের কথা পরলে মন এমনিতেই ভালো হয়ে যায়।

বরাবরই আমাকে সাপোর্ট করার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61