নামাযে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি করবেন কিভাবে ?
আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন।আজকের টপিক এ কিছু কথা হবে কিভাবে আপনি আপনার নামাজ এ মনোযোগ বৃদ্ধি করতে পারবেন। তো চলুন বিস্তারিত জানা যাক । আশা করি সাথেই থাকবেন।
আপনি যদি মসজিদ এ নামাজ পড়তে যান তাহলে আপনি দেখতে পাবেন মানুষ নামাজের বেপারে কত উদাসীন। নামাজ পড়ছে মসজিদ এর বারান্দায় কিন্তু তার চোখ মসজিদ এর ঘরের ভেতর। কে কি করতে সেটাই যেন ওনার দেখার দায়িত্ব। আর আরেকটা জিনিস খেয়াল করা যায় সেটা হলো কে কত দ্রুত নামাজ পড়তে পারে। একেকজনের নামাযের কি স্পিড সেটা মসজিদ এ না গেলে বোঝা যাবে না। মাঝে মাঝে কিছু কিছু ইমাম সাহেব এর নামাজের স্পিড দেখে কে। উনারা ও কম পারেন না।
বান্দা যখন নামাজরত অবস্থায় অন্য দিকে তাকে তখন আল্লাহ বলেন এই বান্দা ফিরে আয়, বান্দা যখন আবার দ্বিতীয় বার তাকে তখন আল্লাহ আবার বলেন বান্দা ফিরে আয়, বান্দা যখন আবার অর্থাৎ তৃতীয় বার অন্যদিকে তাকায় তখন আল্লাহ আবার বলেন এই বান্দা ফিরে আয়। পরিশেষে বান্দা যখন চতুর্থবার আবার অন্যদিকে তাকে তখন আল্লাহ বলেন এমন নামাজের আমার দরকার নেই। তাহলে এখন আপনি বলেন আমরা কি সেই নামাজ পড়তে চাই যেই নামাজ আল্লাহ চাচ্ছেই না। তাই চলুন আমরা যত টুটু নামাজ পড়ি সেটা ভালো ভাবে পড়ি।
নিচে আমি একটা ভিডিও সাবমিট করলাম আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক অনেক তথ্য পাবেন এবং জানতে পারবেন কি ভাবে আপনি নামাজে আপনার মনোযোগ বেশি দিতে পারবেন।
আমার এই আর্টিকেল টি যদি আপনার জীবনে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আর্টিকেল টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকে আমার আমার আর্টিকেল শেষ করছি।
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.