যে ২টি সময়ে তওবা কবুল হবে না

in #islam6 years ago

আচ্ছালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আল্লাহ আপনাদের ভালো রেখেছেন। অনেক দিন পর নতুন একটি আর্টিকেল লিখতেছি, আশা করি নতুন কিছু শিখতে পারবেন এই আর্টিকেল থেকে। তো চলুন শুরু করা যাক।

আমাদের তওবা করার এখন ই সময় । আমরা যেমন গুনাহ করতে ভালো বাসি ঠিক তেমনি আল্লাহ তায়ালা ও কিন্তু তওবা কারীকে অনেক ভালো বাসেন, তাই চলুন সবাই আল্লাহর কাছে তওবা করি সময় থাকতে। কারণ একবার যদি আজরাইল চলে আসে আমাদের কাছে তাহলে আমারদের সব শেষ হয়ে যাবে। আর কোনো সুযোগ পাবো না তওবা করার। আমাদের জীবনের শেষ সুযোগ কিন্তু চলে যাচ্ছে, আপনি একটু ভেবে দেখুন যদি তওবা করার আগেই মারা যাই তাহলে আমাদের কি হবে ?

Source

আপনি চাইলে ওপরের ভিডিও থেকে যেনে নিতে পারেন কোন ২ সময় তওবা কবুল হবে না। তাই ভাই ও বোনেরা সময় থাকলে তওবা করে ফেলুন এবং ইসলামের পথে ফিরে আসুন। তাছাড়া এমন সময় আসবে তখন আপনি চাইলেও আল্লাহ আপনার কোনো কথা শুনবে না। আপনার কোনো দোয়া ও কবুল হবে না।

আপনারা চাইলে নিচে থেকে এই ইসলামিক গান টি শুনতে পারেন যে (সময় থাকতে নাও ভাবিয়া এই জীবন টা কার লাগিয়ে করিছো সৃজন )

Source

আশা করি এই ইসলামিক সংগীত টি শোনার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এখন ই সময় ভাবার । আপনি ভাবুন আসলেই আমরা কেন দুনিয়াতে এসেছি । আশা করি সব বুঝতে পারবেন। তো চলুন আমরা আল্লাহর পথে ফিরে আসি এবং আমাদের জীবনের আসল মানে খুঁজে বের করি এবং আল্লাহর সব কথা মেনে চলি ।

আপনারা যারা ভালো একটা কমিউনিটি খুজচ্ছেন তবুও আবার সম্পূর্ণ বাংলাতে, তাহলে আপনি আমাদের @স্টিমিট_বাংলাদেশ ডিসকোর্ড চ্যানেল এ জয়েন করতে পারেন। আশা করি আপনি অনেক ভালো সাহায্য পাবেন এবং অন্যকেও আপনি সাহায্য করতে পারবেন, ইনশাআল্লাহ।

Screenshot_34.png

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29