🌴🌴🌴♦অাসসালামু-অালাইকুম♦🌴🌴🌴কবীরা গুনাহ গুলো সবারি জানা দরকার

in #islam7 years ago

♦ অামরা সবাই কম বেশি গুনাহ করে থাকি। কিন্তু অামরা গুনাহ করলেও অামাদের উচিত কবীরা গুনাহ (মহা পাপ) থেকে বিরত থাকা। কারণ গুনাহ এর জগতে কবীরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ

⏩-আল্লাহর সাথে শিরক করা
⏩-নামায পরিত্যাগ কর
⏩-পিতা-মাতার অবাধ্য হওয়া
⏩-পিতা-মাতাকে অভিসম্পাত করা
⏩-রোযা না রাখা
⏩-যাকাত আদায় না করা
⏩-ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
⏩-প্রতিবেশীকে কষ্ট দেয়া
⏩-অহংকার করা
⏩-চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
⏩-সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া
⏩-আত্মহত্যা করা
⏩-আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
⏩-অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
⏩-উপকার করে খোটা দান করা
⏩-মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
⏩-জুয়া খেলা
⏩-তকদীর অস্বীকার করা
⏩-পেশাব থেকে পবিত্র না থাকা
⏩-রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
⏩-মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
⏩-মিথ্যা কথা বলা
⏩-মিথ্যা কসম খাওয়া
⏩-মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
⏩-যীনা-ব্যভিচারে লিপ্ত হওয়া
⏩-সমকামিতায় লিপ্ত হওয়া
⏩-মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
⏩-মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
⏩-মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
⏩-পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
⏩-পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
⏩- শপথ ভঙ্গ করা
⏩-ডাকাতি করা
⏩-চুরি করা
⏩-সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা
⏩-কোন অপরাধীকে আশ্রয় দান করা
⏩-আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা
⏩-ওজনে কম দেয়া
⏩-ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
⏩-ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা
-⏩জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা
⏩-গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা
⏩-সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
⏩-অতিরিক্ত চুল সংযোগ করা
⏩-পুরুষের নারী বেশ ধারণ করা
⏩-নারীর পুরুষ বেশ ধারণ করা
⏩-বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
⏩-ঘুষ লেন-দেন করা
⏩-স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
⏩-জুলুম-অত্যাচার করা
⏩-প্রতারণা বা ঠগ বাজী করা
⏩-রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা
⏩-পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
⏩-সাহাবীদের গালি দেয়া
⏩-নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা
⏩-কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
⏩-আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
⏩-বিনা প্রয়োজনে তালাক চাওয়া
⏩-যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
⏩-স্বামীর অবাধ্য হওয়া
⏩-স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
⏩-স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
⏩-স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
⏩-বেশী বেশী অভিশাপ দেয়া
⏩-ভেজাল পণ্য বিক্রয় করা
⏩-ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
⏩-আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা
⏩-কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা
⏩-নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
⏩-আল্লাহর রাস্তায় বাধা দেয়া
⏩-বিশ্বাস ঘাতকতা করা
⏩-অঙ্গীকার পূরণ না করা
⏩-আমানতের খিয়ানত করা
⏩-প্রতিবেশীকে কষ্ট দেয়া
⏩-ঋণ পরিশোধ না করা
⏩-বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
⏩-পরীক্ষায় নকল করা

♥মহান অাল্লাহ পাক অামাদের সবাইকে কবীরা গুনাহ সহ সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক

Sort:  

As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!

👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
অভিনন্দন!

The force is with you! You got a 50.00% upvote from @steemyoda courtesy of @nazmul8877!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102367.04
ETH 3705.53
USDT 1.00
SBD 3.23