ইসলাম ধর্ম কি শান্তির না অশান্তির?
ইসলাম অর্থ শান্তি। আর মুসলমান অর্থ শান্তিতে বসবাসকারী। রাসূল (স:) এর বাণী মোবারক অনুযায়ী- যার হাত এবং জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে সে-ই মুসলমান। আজকের অর্থাৎ ০২/১২/২০১৮ তারিখের দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় লক্ষ্য করুণ-
"তাবলীগের দুই পক্ষের বিরোধ, ইজতেমা মাঠ রণক্ষেত্র, নিহত ১" শিরোনামে প্রকাশিত সংবাদটি। আহত দুশতাধিক, তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ।
পাঠক বন্ধুরা! একটু ভাবুন তো এরা কি শান্তির ধর্ম ইসলামের অনুসারী, তারা কি রাসূল (স:) এর হাদিস অনুযায়ী মুসলমান? তারা ইসলামের নামে যা করেছে, তা কোন্ ইসলাম? তাদের ইসলামের কান্ডারী কে? এ প্রশ্ন পাঠকসহ জাতির বিবেকের কাছে রাখলাম। আশা করি একটু ভাববেন?