পরিচিতি পর্ব। ১৬ জানুয়ারী 2022

প্রাণঘাতী করোনাভাইরাসের সময়ে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও অসীম রহমতে অনেক ভালো আছি। আজ আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব।

                                                                                              চল শুরু করি ...

IMG_20220110_155800.jpg
আমার নাম জনি ইসলাম। আমার ইউজার আইডি হল mdjonykhanjs. আমার বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা থানায়। আমার বাবা একজন কৃষক মা একজন গৃহিণী। আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি।

IMG_20210620_095437.jpg
আমি গ্রামে থাকি, তাই আমি আমার বাবার জমি চাষ করি এবং এখানকার বিভিন্ন ফসলের যত্ন করি। আমি আমার গ্রামে থাকতে পছন্দ করি। গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। আমি আমার রড দিয়ে মাছ ধরতে পছন্দ করি, এবং আমি মাছ খেতে পছন্দ করি। আমি গান গাইতে পছন্দ করি.......

Snapchat-807032598.jpg

প্রতিটি মানুষের চাহিদার পরিমাণ বেশি। তাই আমার কাছে চাহিদা বেশি থাকাটাই স্বাভাবিক। তাই আমি অনলাইন জগতে এসেছি এবং বেশ কিছু লোকের সাথে দেখা করার পরে এস্টিমেটের সাথে পরিচিত হয়েছি এবং এখানে এটি একটি ভাল প্ল্যাটফর্ম যা আমি বিশ্বাস করি এবং এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

IMG_20220105_164841.jpg

আমি অনুমান করে এমন অনেক জিনিস আছে যা আমি জানতাম না এবং বুঝতে পারিনি। আমি আশা করি আমি শিখেছি কিভাবে একটি মানসম্পন্ন পোস্ট তৈরি করতে হয়। মডারেটর থেকে প্রশাসক সবাই খুব দয়ালু এবং খুব সুন্দর মানুষ। এখানে এসে খুব ভালো ব্যবহার পেয়েছি এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা আশা করছি। অবশ্যই, আমরা আমার বাঙালী সমাজে সততার সাথে কাজ করে যাব এবং অবশ্যই, একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আর সকলের সাহায্য ও সহযোগিতা চাই এবং পরবর্তী পোষ্টে কোন ভুল হলে অবশ্যই ধরবেন।

Sort:  

প্রিয় ভাই,
আল্লাহ আপনাকে সফল ক্রুন
@syedmamun

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95549.51
ETH 3352.09
USDT 1.00
SBD 4.37