আমার পরিচয়।। ১৯-০৯-২০২১ আমার বাংলা ব্লগ

in #introduction3 years ago (edited)

Post: 01
20210927_115936.jpg

****** নমস্কার /আদাব
আশা করি আপনারা ভালো আছেন।

আমি শ্রী ত্রৈলক্ষ্য চন্দ্র রায়। আমি কারমাইকেল কলেজ রংপুর এ বাংলা বিভাগে এম এ অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এ অবস্থিত।
আমি একজন বাঙ্গালী। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে ছাচন্দ্য বোধ করি। আমি একক পরিবারে বাস করি।আমার পরিবারে মা, তিন বোন আর আমি। আমি কবিতা লেখা,আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি গান গাইতে খুব ভালবাসি। এ ছাড়াও ভ্রমণ করতে খুব পছন্দ করি। অবসর সময়ে বই পড়তে যেকোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠা উপভোগ করতে ভালবাসি।

Pos t :02
আমার ধানখেতে
FB_IMG_1632723109491.jpg

আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে নিজেকে গর্ববোধ করি । আশীর্বাদ করবেন আমি যেন একজন খাঁটি কৃষক পরিবারের মান রক্ষা করতে পারি।

post:03
আমার শখ

IMG20210823134607.jpg

আমার প্রিয় শখ গাছের বাগান লাগা।তবে ছোটবেলা থেকে সুপারির বাগান লাগানোর খুব ইচ্ছে ছিল তবে এখন তা দৃশ্যমান।

Post:04
আমার স্বপ্ন

IMG_20210530_115831.jpg

আমার স্বপ্ন আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। সে জন্য দরকার নিজেকে কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠিত করা।

post:05
জবাফুল
![IMG20210919105800_01.jpg](

সবার মতো আমিও ফুলের প্রতি খুব আকর্ষিত। নীলসাগর ভ্রমনে জবাফুল।

আশাকরি আপনারা আমার post টি steemit আমার বাংলা ব্লগে, মন্তব্য করবেন এবং ভোট দিয়ে আমার পাশে সর্বদাই বট গাছের ছায়ার মতো আমাকে আগলে রাখবেন।।

phone camera: realmec21

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94343.80
ETH 2658.47
USDT 1.00
SBD 0.67