দেশের ঋতু পরিবর্তনঃমাঘ মাসে শীত নেই বাংলাদেশে
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। আবহনমান কাল যাবং আমাদের দেশের আবাহওয়া আর জলবায়ুর সাথে আমাদের ছয় ঋতুর খুবই সর্ম্পক। বাংলাদেশের বাস্তবতায় ছয় উপস্থিতি নেই। গুটি কয়েক ঋতুর বিদ্যামান। আমাদের দেশে ঋতু পরিবর্তন ঘটছে।বর্তমান মাঘ মাসে শীতের অস্তিত নেই।কিন্তু মাঘের শীত বাঘের শীত বির্দীন করে থাকে, এমন প্রবাদ আছে।বর্তমান সময়ে এয় কথার আর প্রচলন নেই।মাঘের শীত হারিয়ে এখন বিচ্যুতি দূশ্যমান বলা যায়।আমাদের দেশে মাঘ মাসে শীত থাকে কিন্তু শীত না থাকায় কারনে বোঝা যায় ঋতু পরিবর্তন হচ্ছে,এ বছর শীত এসেছে অনেক দেরিতে এবং আবার তারাতারি শীত চলে গেছে তাই আবাওহয়া অফিস জানিয়েছে বাংলাদেশে ঋতুর পরিবর্তন হয়েছে।