Achievement:1 My introduction post to steemit newcomers community

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই নতুন বছরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।

চলুন শুরু করা যাক...

20220113_171516.jpg

আমার নাম সিয়াম শেখ, আমার ইউজার আইডি @siamsheikh আমার বাসা নেত্রকোনা জেলা, নেত্রকোনা থানা।আমার বাবা মারা গেছে মা একজন গৃহিনী। আমি বড় ভাইয়ের কাছে থাকি। পরিবারের সবার ছোট আমি। আমি এসএসসি পাস করেছি।
EMON5872-01.jpeg

আমার একটি সাইকেল আছে আর এটি দিয়ে সকালে আমি ঘুরতে যাই।আমার সকালে সাইকেলিং করতে খুব ভাল লাগে।তোমাদের বাসার সামনে সুন্দর ফুলের বাগান আছে।আর সেখানে বিভিন্ন রকম ফুল আছে।বিকেলে সময়টা আমি বাগানে কাটায়।

20210312_234533.jpg

বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে সবাই আমরা টিকা গ্রহণ করব এবং মাস্ক ব্যবহার করব সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব এবং ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধৌত করব।

IMG_2405.JPG

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরিচয় পর্ব পোস্টটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে ধন্যবাদ।

ধন্যবাদ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96281.70
ETH 2673.82
SBD 0.63