বাস্তবতা জিবনের কিছু বাস্তবতার গল্প

in #introducemyself7 months ago

জীবন একটি সাইকেল চালানোর মত। যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে।

এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায়।

একটা জিনিষ খেয়াল করে দেখলাম,
জীবনে প্রত্যেক কাজে কমসে
কম সাহস টুকু বুকে রাখতে হয়।

ডিয়ার জীবন,
যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে
আমিও হারতে শিখিনি।

জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো, তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবেনা।

যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা।

@omor123
Yeasir Ahmed
IMG_20240731_160739.jpg

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 89527.93
ETH 2211.83
SBD 0.92