জেনে নিন ... প্রতি 60 সেকেন্ড এ ইন্টারনেট এ কি কি পরিবর্তন হয় ।

in #internet7 years ago

বর্তমানে বিশ্বব্যাপি ইন্টারনেটের পরিসর অনেক বড়। স্বাভাবিক দৃষ্টিতে প্রতি দিন বা মাসে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার মাধ্যমে কী পরিমাণ তথ্য আদান-প্রদান, ভিডিও দেখা বা ছবি আপলোড করা হয় তা বোঝা যায় না। ইন্টারনেটে প্রতি দিন বা মাসে নয়, প্রতি মিনিটে কী ধরনের ডাটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয় তার একটি চার্ট সম্প্রতি প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।
প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ফোটো শেয়ার হয় প্রায় ৫ লক্ষ ২৭ হাজার।
প্রতি মিনিটে ফেসবুকে লগ ইন করেন প্রায় ৭ লক্ষ ইউজার।
প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেজ হয় প্রায় ১ কোটি ৮০ লক্ষ।
প্রতি মিনিটে শুধুমাত্র জিমেল থেকেই ইমেইল করা হয় প্রায় ১৫ কোটি।
প্রতি মিনিটে ফেসবুকে স্ট্যাটাস আপডেট হয় প্রায় ২ লক্ষ ৯৩ হাজার।
প্রতি মিনিটে ফেসবুকে ফটো আপলোড হয় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার।
প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও দেখেন ২০ লক্ষ ৭৮ হাজার মানুষ।
প্রতি মিনিটে ইউটিউবে ৩০০ ঘণ্টার ভিডিও ফুটেজ আপলোড হয় গুগলকে প্রতি মিনিটে প্রায় ২০ লক্ষ ৪০ হাজার প্রশ্নের উত্তর দিতে হয়।
ইনস্টাগ্রামে প্রায় ৩৮ হাজার ছবি আপলোড হয় প্রতি মিনিটে। প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার টুইট করা হয় প্রতি মিনিটে। প্রায় ১ লক্ষ ৪ হাজার স্কাইপ কল হয় প্রতি মিনিটে।
ফেসবুকে প্রতি মিনিটে ৯ লাখ বার লগইন হয়। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়।২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন। এর অর্থ হলো বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি মানুষ বছরের যেকোনো এক মাসে অন্তত একবার ঢুঁ মারেন সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমে।
গুগলের প্লে স্টোর থেকে ৩ লাখ ৪২ হাজার অ্যাপ ডাউনলোড করা হয় প্রতি এক মিনিটে। হিসাবটা সহজেই ঘণ্টা, দিনে মিলিয়ে নিতে পারেন। আমরা যখন ইন্টারনেটে এক মিনিট ধরে ব্যস্ত সময় পার করছি, ঠিক সে সময় সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42