পোকা-মাকড়ের কামড়ে বা বিচ্ছুর দংশনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবস্থা নিতেন?
উত্তরঃ বিচ্ছুর দংশনে আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে লবন-পানি ব্যবহার করতেন । এ ব্যবস্থাটি আমরা একটি হাদীসে থেকে জানতে পারি । হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
“এক রাতে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায়কালে হাত মাটিতে রাখলে অন্ধকারে একটি বিচ্ছু তাঁকে দংশন করে । তৎক্ষণাৎ তিনি একটু লবণ চেয়ে নিয়ে পানিতে মেশান । অতঃপর ঐ লবণ মিশ্রিত পানি বিচ্ছুর দংশিত স্থানে ঢালছিলেন, আর অন্য হাত দ্বারা ক্ষতস্তানে মালিশরত অবস্তায় পবিত্র
কুরআনের সূরা ফালাক্ক ও সূরা নাস পাঠ করেছিলেন সাধারণ লবণ বা Sodium chloride দ্বারা চিকিৎসা সর্বপ্রথম আল্লাহর নবী বর্ণনা করেছেন আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য যে লবণ দিয়ে চিকিৎসার জনক হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে লবণ দিয়ে চিকিৎসাকে Halotherapy বা salt therapy বলা হয়ে থাকে