The 4 reasons why women leave boyfriend ( যে ৪ কারণে প্রেমিককে ছেড়ে যায় মেয়েরা
Most people come to love in life. But the life expectancy is not long. Many faced with failure in love life. But what is the reason for this failure? Why is love flowers flowing away in the morning? The answer to this question has appeared today. Mainly, due to four reasons, one-time boyfriend becomes headache due to a girl who has become headache for a period of time, to a girl. And the girl left the boyfriend only then the girl. Let's know the reasons why-
Slavery of habits: Most of the girls dislike habit of love. The same message sent to the lover every night, giving birth of the same gift every year on his birthday - they broke the minds of girls. The slavery of habit means to give up romanticism - that is the opinion that most of the daughters. So, the minds of women are to be drawn in the new way.
Your hesitation: Every girl wants a clarity in love, wants a guarantee. Because this love can become the refuge of his future life. In that case, if you take extra time to tell your daughter about your love, wait for him for a long time, then he can get tired out.
Activated as a lover: You'll be caring, romantic - it's your lover, but if your love is excessive if he interferes with his freedom or ease, then most women do not like it. You went with her during her job interview, your girlfriend would surely be happy. But if you start picking him up from the office every day, then maybe at the end of the office, he wants to chat with his friends, but he is obstructed. So avoid the excesses of love.
Getting Better Lover: It's just that. Second man in his life has come. That's better than you But it may not be that your spouse planned to bring her into her own life. But eventually he has come to the life of your girlfriend. If that happens then your lover will leave you.
কমবেশি সবার জীবনেই প্রেম আসে। কিন্তু সবসময়ে এই প্রেমের আয়ু দীর্ঘ হয় না। অনেকেই প্রেমজীবনে ব্যর্থতার সম্মুখীন হন। কিন্তু এই ব্যর্থতার কারণ কী? কেন অকালে ঝরে যায় ভালবাসার ফুল? এ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজ। প্রধানত ৪টি কারণে এককালের প্রেমিক কালক্রমে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় কোনো মেয়ের কাছে। আর তখনই প্রেমিককে ছেড়ে যায় মেয়েটি। আসুন কারণগুলো কি তা জেনে নেয়া যাক-
অভ্যাসের দাসত্ব: অধিকাংশ মেয়েই প্রেমের ক্ষেত্রে অভ্যাসকে অপছন্দ করে। একই মেসেজ রোজ রাত্রে প্রেমিকাকে পাঠানো, প্রতি বছর তার জন্মদিনে একই ধরনের উপহার দেয়া- এগুলো মন ভেঙে দেয় মেয়েদের। অভ্যাসের দাসত্ব করার অর্থ, রোম্যান্টিকতাকে বিদায় দেয়া- এটাই অভিমত অধিকাংশ মেয়ের। তাই নিত্যনতুন উপায়ে আকর্ষণ করতে হয় মেয়েদের মন।
আপনার দ্বিধা: প্রতিটি মেয়েই প্রেমের ক্ষেত্রে একটা স্পষ্টতা চায়, একটা নিশ্চয়তা চায়। কারণ এই প্রেমই হয়ে উঠতে পারে তার ভবিষ্যত জীবনের আশ্রয়। সেক্ষেত্রে কোনও মেয়েকে যদি আপনি আপনার ভালবাসার কথা জানাতে অতিরিক্ত সময় নেন, দীর্ঘদিন ধরে তাকে অপেক্ষায় রাখেন, তাহলে সে ক্লান্ত হয়ে বিদায় নিতে পারে।
প্রেমিক হিসেবে অতি সক্রিয়: আপনি কেয়ারিং হবেন, রোম্যান্টিক হবেন- এটা আপনার প্রেমিকা নিশ্চয়ই চান, কিন্তু আপনার প্রেমের বাড়াবাড়ি যদি তার স্বাধীনতায় বা স্বাচ্ছন্দ্যে হস্তক্ষেপ করে, তাহলে তা পছন্দ করেন না অধিকাংশ মেয়েই। তার চাকরির ইন্টারভিউয়ের সময়ে আপনি তার সাথে গেলেন, এতে আপনার বান্ধবী নিশ্চয়ই আপ্লুত হবেন। কিন্তু আপনি যদি রোজ তাঁকে অফিস থেকে পিক আপ করা শুরু করেন, তাহলে হয়তো অফিসের শেষে তিনি নিজের বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে চাইলেও, সেই কাজে বাধা পড়ে। কাজেই প্রেমের বাড়াবাড়িকে এড়িয়ে চলুন।
বেটার প্রেমিক পেয়ে যাওয়া: এমনটা তো হতেই পারে। তার জীবনে এসে গিয়েছে দ্বিতীয় পুরুষ। যে আপনার চেয়ে অনেক বেটার। কিন্তু আপনার সঙ্গিনী যে পরিকল্পনা করে নিজের জীবনে তাকে ডেকে এনেছেন, এমনটা নাও হতে পারে। কিন্তু ঘটনাচক্রে তিনি এসে পড়েছেন আপনার প্রেমিকার জীবনে। এমনটা হলে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাবেনই।
Congratulations @shiqder! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!