"Incredible India monthly contest of February | What if you had the opportunity to become a member of the steemit team? "

in Incredible India7 days ago
Colorful Scrapbook Love Instagram Story_20250303_002646_0000_122651.png
"Edited by canva"

Hello,

Everyone,

কেমন আছেন আপনার সকলে?
আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো ভাবে কেটেছে।

আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @nishadi89 কর্তৃক আয়োজিত কনটেস্টে। প্রথমেই বলি কনটেস্টের বিষয়বস্তু অনেক বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। কারণ যে প্লাটফর্মে আমরা কাজ করছি, সেই প্লাটফর্মের সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বা যে ধারণা তৈরি হয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে পজিটিভ আবার অনেক ক্ষেত্রে নেগেটিভ।

কখনো কখনো আমাদের প্রত্যেকেরই হয়তো মনে হয়েছে কিছু নিয়মের পরিবর্তন দরকার। তবে কখনো হয়তো সেই বিষয়গুলিকে লেখার মাধ্যমে প্রকাশ করার সুযোগ হয়ে ওঠেনি। তবে আজ আমার বন্ধু ও সহকর্মী এমন একটা বিষয়কে কনটেস্টের জন্য নির্বাচন করেছেন, যার মাধ্যমে আমাদের সকলেরই মনের সুপ্ত কিছু ইচ্ছা, কিছু প্রশ্ন কিংবা কিছু ধারণা আমরা প্রকাশ করতে পারি।

অবশ্যই আমি আমার মতো করে আজকে মতামত পোষণ করবো। তবে অনেকেরই আরো ভিন্ন মতামত হবে, যেটা খুব স্বাভাবিক। তাই আমি আশা করবো প্রত্যেকেই এগিয়ে এসে এই কনটেস্টে অংশগ্রহণ করে, নিজস্ব মতামত উপস্থাপন করবেন।

আমার মনে হয় ব্যক্তি জীবনে হোক বা কর্মজীবনে, সততা বজায় রাখা সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে যারা স্টিমিট টিমের অন্তর্গত রয়েছেন, তারা আশাকরি আমার লেখাটিকে পজেটিভ ভাবেই নেবেন। যদিও জানিনা তারা আদেও আমার লেখা পড়বেন কিনা। তবে আমার জায়গা থেকে, এই প্ল্যাটফর্মে কাজ করাকালীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে, সততা বজায় রেখেই, আমি আমার নিজস্ব মতামত আজ উপস্থাপন করবো।

1672344690977_010726.jpg

1730577809287_120400.jpg

➡️ প্রথমেই সেই নির্দিষ্ট কারণ এর কথা বলি, যে কারণের জন্য আমি উপরোক্ত কথাটি বললাম যে, আদেও কেউ আমার এই লেখাটি পড়বে কিনা সেটা আমি জানিনা। যেহেতু আমি আমার মাতৃভাষায় লেখা উপস্থাপন করছি, যেটা অনেকের কাছেই অজানা ও অচেনা। তবে আমি বরাবর এটা বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই নিজের মাতৃভাষার উপরে দক্ষতা থাকা সব থেকে বেশি প্রয়োজন।

তবে এতো বছরের অভিজ্ঞতার নিরিখে এটুকু বলতে পারি আমার মাতৃভাষা অর্থাৎ বাংলাভাষা এই প্লাটফর্মে খুব বেশি সমাদৃত নয়। তবে আমি যখন কাজ শুরু করেছিলাম, সেই সময়ের তুলনায় এখন তবুও এই ভাষায় লেখা পোস্টগুলোকে কিছুটা মূল্যায়ন করা হয়, যেটা অবশ্যই আমার কাছে খুব ভালো লাগার বিষয়।

এর পাশাপাশি আমি এটাও মনে করি এমন অনেক বাঙালি রয়েছেন, যাদের মনে এই বিশ্বাস রয়েছে যে বাংলা ভাষায় পোস্ট লিখলে তা খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। কারণ এই প্ল্যাটফর্মে হয়তো কারোরই সময় নেই ট্রান্সলেটর ইউজ করে কারো পোস্ট পড়ার। আর এই ধারণার কারণেই তারা বাংলা ভাষায় সঠিকভাবে লেখা উপস্থাপন করার থেকেও, ট্রান্সলেটর ইউজ করে ইংরেজিতে ভুল পোস্ট শেয়ার থাকেন।

সুতরাং আমি যদি স্টিমিট টিমের মেম্বার হতাম, তাহলে অবশ্যই আমি এই বিষয়গুলির দিকে একটু নজর দিতাম। যাতে এই প্লাটফর্মে প্রত্যেকটি ভাষাকে সমানভাবে গুরুত্ব দেওয়া যায়। যারা প্ল্যাটফর্মের সব নিয়ম মেনে, প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাদেরকে উৎসাহিত করতাম তাদের কাজের নিরিখে, কোন ভাষায় লিখছে তার নিরিখে নয়।

1672344690977_010726.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVxRzR2MJa73S8NcjKwMYuZJjdLcDwkngJLsrV8K8GyfKQzeMYazmw8C4raYrdyJTTQ9gwRrgGzmwengHgcC5mg7pTqAW_120405.jpeg

➡️এরপর যে বিষয়টিকে আমি পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করতাম, সেটি হল কমিউনিটি কিউরেটর সিলেক্ট করার বেশ কিছু নিয়মাবলীর ক্ষেত্রে। যতটুকু আমি লক্ষ্য করেছি বেশ কিছু সংখ্যক কিউরেটর আছেন, যারা প্রতি মাসেই এই কমিউনিটি কিউরেটরের জন্য আবেদন করে এবং তারা সিলেক্টও হয়ে যান।

তবে তাদের নির্দিষ্ট কিছু কমিউনিটি বা কিছু সংখ্যক ইউজারের পোস্টেই তাদের সাপোর্ট দিতে দেখা যায়, যেটা একেবারেই অনুচিত। যখন আপনি একজন কিউরেটর পদে নির্বাচিত হবেন, তখন আপনার কাছে প্রতিটি ইউজার সমান হওয়া উচিত। দেশ, ভাষা, উপেক্ষা করে তাদের সকলের পোস্টে সাপোর্ট করা উচিত এবং তাদেরকে কাজ করতে আগ্রহী করা উচিত।

বিশেষত যারা প্ল্যাটফর্মে নতুন যুক্ত হচ্ছেন, দীর্ঘদিন যাবত নিজেদের লেখা শেয়ার করছেন, সাপোর্ট না পাওয়ার পরেও যারা কাজের প্রতি অনীহা প্রকাশ করছেন না এবং প্রত্যেকটা নিয়ম যারা পালন করে চলেছেন, আমার মনে হয় সাপোর্টটা তাদের পাওয়া উচিত।

তবে অনেক ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি বেশ কিছু ইউজার পাওয়ার ডাউন দেওয়ার পরেও যখন ফিরে এসে আবার নতুন করে কাজ শুরু করেন, তারা কিন্তু পুনরায় সাপোর্ট পাওয়া শুরু করেন। অথচ এই একই প্লাটফর্মে যারা দীর্ঘদিন একটানা কাজ করেন অর্থাৎ তাদের কোনো পাওয়ার ডাউন বা পোস্ট গ্যাপ থাকে না, তুলনামূলকভাবে তারা সাপোর্ট অনেক কম পায়, যেটা হওয়া একেবারেই অনুচিত বলে আমি মনে করি। কারণ কাজের প্রতি যাদের একাগ্রতা আছে, সম্মান এবং পুরস্কার অবশ্যই তাদের প্রাপ্য। তাতে তারা যে দেশের হোক বা যে ভাষায় পোস্ট লিখুক না কেন।

1672344690977_010726.jpg

IMG_20241202_132849.jpg

➡️বুমিং সাপোর্ট পাওয়ার ক্ষেত্রেও আমি দেখেছি, প্রায়শই কিছু ইউজার নিয়মের বাইরে গিয়েও ২ টির অধিক বুমিং সাপোর্ট পায়। যদিও এই প্লাটফর্মের নিয়ম অনুসারে একজন ইউজার, প্ল্যাটফর্মের মধ্যে যে কমিউনিটিতই কাজ করুক, সপ্তাহে দুটির বেশি বুমিং সাপোর্ট পেতে পারেন না। মেক নয়েজে সিলেক্ট হওয়া ইউজারদের ব্যতী রেখেই আমি কথাটা বলছি, কারণ মেক নয়েজে যাদের পোস্ট সিলেক্ট হয়, তারা নিজেদের এনগেজমেন্টের ভিত্তিতে সাপোর্ট পেয়ে থাকেন।

আমি মানছি যখন কোনো ইউজার একাধিক কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করেন, আগে থেকে জানা সম্ভব নয় কোন কমিউনিটি থেকে তার পোস্ট বুমিং সাপোর্ট এর জন্যে সিলেক্ট করবে। তবে প্রতি সপ্তাহে ইউজার ২ কমিউনিটি থেকে সাপোর্ট পাওয়ার পরেও, তাকে যখন অন্য কমিউনিটি থেকে সিলেক্ট করা হয়, তখন তার পূর্বের পোস্টগুলো চেক করে তবেই পোস্ট সিলেক্ট করা উচিত। তাহলে একই ভুল প্রতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি একই ইউজার ৪ থেকে ৫ টা বুমিং সাপোর্টও পেয়ে থাকেন। এই বিষয়টিও স্টিমিট টিমের সদস্যদের নজরে রাখা উচিত বলে আমি মনে করি।

1672344690977_010726.jpg

"Conclusions

এই পোস্টে আমি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে কথাগুলো লিখলাম। এই প্ল্যাটফর্মে ইউজার হিসাবে আমার অবদান খুবই সামান্য, তবে যেহেতু এটি একটি কন্টেস্টের বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে, তাই সততা বজায় রেখে আমি নিজের মতামত উপস্থাপন করলাম।শেষ করার পূর্বে নিয়মানুযায়ী এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই @leonciocast, @isha.ish@muktaseo কে।

সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png


5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
Loading...
 6 days ago 

স্টিমিট প্ল্যাটফর্ম একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের মানুষ সব ভাষায় পোস্ট লিখে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। আমিও আপনার সাথে একমত ,আমাদের ভিতরে এমন অনেকে আছেন যারা বিশ্বাস করেন "শুধুমাত্র ইংরেজিতে লিখলেই পোস্টে বেশি সমর্থন পাওয়া যায়" তাইতো তারা ট্রান্সলেট ব্যবহার করে অন্য ভাষায় পোস্ট লেখেন ।সে ক্ষেত্রে দেখা যায় পোস্টটির গুণগতমান কমে যায় ।

অঞ্চল এবং দেশভেদে ভিন্ন হওয়ায় আমাদের মাতৃভাষা ভিন্ন তাই আমিও বিশ্বাস করি আমরা যে ভাষায় স্বাচ্ছন্দে কথা বলতে পছন্দ করি এবং লিখতে পারি সেই ভাষাতেই পোস্ট লিখলে বেশি ভালো হয় । বাংলা ভাষা আমার মাতৃভাষা ।

আপনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমিও চেষ্টা করব আমার মনের ভাব প্রকাশ করা।

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @vivigibelis
 5 days ago (edited)

Thank you,ma'am @vivigibelis

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @vivigibelis
 5 days ago 

Thank you so much for your support @vivigibelis ma'am. 🙏

 5 days ago 

আপনার মতামত খুবই প্রাসঙ্গিক এবং বাস্তব । আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, সেগুলো স্টিমিট প্ল্যাটফর্মের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত ভাষাগত বৈচিত্র্য এবং কিউরেটরদের দায়িত্বের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়। আপনার পোস্ট করে খুব ভালো লাগলো। আমিও চাই এই স্টিমেট প্ল্যাটফর্মে এই সকল জিনিসগুলি পরিবর্তন হোক।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82298.02
ETH 2016.86
USDT 1.00
SBD 0.90