You are viewing a single comment's thread from:
RE: "Incredible India monthly contest of February | What if you had the opportunity to become a member of the steemit team? "
স্টিমিট প্ল্যাটফর্ম একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের মানুষ সব ভাষায় পোস্ট লিখে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। আমিও আপনার সাথে একমত ,আমাদের ভিতরে এমন অনেকে আছেন যারা বিশ্বাস করেন "শুধুমাত্র ইংরেজিতে লিখলেই পোস্টে বেশি সমর্থন পাওয়া যায়" তাইতো তারা ট্রান্সলেট ব্যবহার করে অন্য ভাষায় পোস্ট লেখেন ।সে ক্ষেত্রে দেখা যায় পোস্টটির গুণগতমান কমে যায় ।
অঞ্চল এবং দেশভেদে ভিন্ন হওয়ায় আমাদের মাতৃভাষা ভিন্ন তাই আমিও বিশ্বাস করি আমরা যে ভাষায় স্বাচ্ছন্দে কথা বলতে পছন্দ করি এবং লিখতে পারি সেই ভাষাতেই পোস্ট লিখলে বেশি ভালো হয় । বাংলা ভাষা আমার মাতৃভাষা ।
আপনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমিও চেষ্টা করব আমার মনের ভাব প্রকাশ করা।
Thank you,ma'am @vivigibelis