অনেকদিন পর ফিরে আসা।shy-fox 10%
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? দীর্ঘদিন যাবত অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করেছি একটু সুস্থবোধ করি আবার দু'দিন পর অসুস্থ হয়ে যাই তাই কাজের মধ্যে কোনভাবেই থাকতে পারছিলাম না। আমার বাংলা ব্লগ আমার কাছে ভালোলাগার মতো এবং ভালোবাসার জায়গা সেখান থেকে নিজেকে দূরে রাখা খুবই কষ্টদায়ক হয়ে যায়।
গতবছর অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে দিন পার করি মায়ের অসুস্থতা, তাঁর মৃত্যু সবকিছুর পর পুরোপুরি ডিপ্রেশনে চলে যাই। দিনের পর দিন খাওয়া-দাওয়া ঘুম কিছুই ঠিক ছিল না কিভাবে দিন পার করেছি মাথার উপরে একমাত্র ঈশ্বরই জানেন। তারপর তো ঈশ্বরের আশীর্বাদে আমার বাংলা ব্লগ এ আসা সেই থেকে শুরু হয় জীবনের নতুন একটি অধ্যায়।
আমার বাংলা ব্লগ এ না আসলে জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতো আমি যে পর্যায়ে চলে গেছিলাম তাতে করে আমার বেঁচে থাকার মতো কোন ইচ্ছে ছিল না স্বামী, সন্তান সংসার কিছুই ভালো লাগতো না সারাদিন রাত বিছানায় কাটতো, কাজকর্ম করার মতো কোন ক্ষমতা ছিলনা। আমার বাংলা ব্লগ এ কাজ শুরু করলাম একটু একটু করে জীবনের গতি ফিরতে শুরু করলো।
সারাদিনে একটা পোস্ট করা, সাবার সাথে ডিসকোর্ডে কথা বলা সবমিলিয়ে আস্তে আস্তে মনের দুঃখ কষ্ট ভুলতে শুরু করলাম, যত দিন যাচ্ছে আরও বেশি মানসিকভাবে সুস্থ হতে থাকলাম এক পর্যায়ে এসে কষ্ট কি জিনিস ভুলতে শুরু করেছি,আর অনেকটাই সফল হতে পেরেছি।
অনেক দিন ছুটি কাটানোর পর মাঝে এক্টিভ হওয়ার চেষ্টা করেছিলাম দু'টো পোস্ট করতে না করতেই কেন জানি আবারও অসুস্থ হয়ে পড়ি আবারও কাজের শক্তি হাড়িয়ে ফেলি।তাই বাধ্য হয়ে আবার টিকিট কেটে ছুটির আবেদন জানাই সাথে সাথেই সমস্যার সমাধান পেয়ে যাই। ক'দিন একদম সবকিছু থেকে বিরত থাকি শুধু বৃহস্পতিবার সাপ্তাহিক হ্যাংআউট এ জয়েন করি।
হ্যাংআউট মানেই আনন্দ উপভোগ করার দিন তাই ভাবলাম হ্যাংআউট এ কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করা যাবে। পুরোটা সময় হ্যাংআউট এ থাকি সবার কথা শুনি বিনোদন পর্ব উপভোগ করি সবমিলিয়ে অসাধারণ একটি সময় পার করি। আমি ছুটি নেওয়ার সময় শ্রদ্ধেয় এডমি দাদা বলেছিলেন যে আপনি আগে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিন তারপর কাজে যোগ দিন, তাই আমিও ভাবলাম যে সুস্থ হয়ে একবারেই কাজ শুরু করবো।
আজ অনেক দিন পর আবারও কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে হয়তো কাজের গতি ফিরতে একটু সময় লাগবে, তার কারন হলো অসুস্থতা দীর্ঘ সময় বিরতি কাজের গতি অনেকটাই কমে আসছে বুঝতে পারছি কিন্তু তারপরও মন প্রাণ দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো আশাকরি আগামী দিন থেকে আবারও সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পারবো।
সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে সবসময়ই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত থাকতে পারি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
আপু আপনার জন্য অনেক অনেক প্রার্থনা করি আপনি যেন সুস্থভাবে আবার আগের গতিতে কাজ শুরু করতে পারেন ।আসলে সবার জীবনেরই কম বেশি সুখ দুঃখ থেকে থাকে। সেই সময়টাকে পার করে সামনের দিকে এগিয়ে যাওয়াই তো জীবনের সফলতা ।আপনিও এগিয়ে যান নিশ্চয়ই একদিন সবকিছুকে ভুলে ভালো সময় উপভোগ করতে পারবেন। ভাল থাকবেন।
জ্বি আপু একদম ঠিক বলেছেন, সবার জীবনে কম বেশি কোনো না কোনো দুঃখ কষ্ট থাকে কিন্তু সবাই সবকিছু সহজ ভাবে অতিক্রম করতে সক্ষম হয়না। কিন্তু আমি খুব সহজেই আমার বাংলা ব্লগ এ আসার পর খুব সহজেই সমস্ত দুঃখ কষ্ট গুলো ভুলতে শুরু করেছি। দোয়া করবেন আপু।
আপনি যাতে সুস্থ্য হয়ে পুরোদমে কাজে ফিরতে পারেন সেই দোয়া করি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।
আপু প্রথমে দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সত্যি আপু মানুষের জীবনে এমন কিছু মূহুর্ত আসে যা কখনো ভুলা যায় না যাইহোক আমার বাংলা ব্লগ সত্যি আনন্দময় জায়গা।এখানে কাজ করতে না পারলে আসলেও ভালো লাগে না। আপনাকে অনেক ধন্যবাদ সব কিছু ভুলে আবার নতুন করে ফিরে আসার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমার বাংলা ব্লগ সত্যি আনন্দের জায়গা।
আচ্ছা দিদি ভাই! তাহলে আমার মত তুমিও একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছো। মানে ডিপ্রেশনের কথা বলছি।যদিও আমার ডিপ্রেশনের কারণটা অন্য।তবুও আমারও একই অবস্থার কারণে মনে হচ্ছিল এই জীবনটাই হয়তো আর দরকার নেই। তারপরেই হঠাৎ করে এই আমার বাংলা ব্লগে আসা। ধীরে ধীরে সমস্তটা না ভুললেও কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করে থাকতে পারি। এই কমিউনিটিকে খুব ভালোবাসি আমি। আর তুমি আবার ফিরে এসেছো, সুস্থ হয়ে উঠেছ খুব ভালো লাগছে। আমার মনে হয় না ছন্দে ফিরতে তোমাকে বেশি টাইম নিতে হবে। খুব তাড়াতাড়ি আবার আমরা খুব সুন্দর সুন্দর পোস্ট তোমার থেকে পাব। শুভকামনা তোমার জন্য।
হ্যাঁ বনু অনেক খারাপ পরিস্থিতি থেকে উঠে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার বাংলা ব্লগ পরিবার এ এসে নতুন জীবন পেয়েছি নতুন করে বাঁচার আশা রাখি। আমিও খুব ভালোবাসি এই পরিবার ও পরিবারের প্রতিটি মানুষ কে। ❤️ চেষ্টা করবো সবসময় ভালো কিছু করার। ধন্যবাদ বনু।
আপু আপনার সুস্হতা কামনা করি। আপনি সবকিছু ভুলে নতুন করে এই পরিবারের সাথে নিজেকে বেঁধে আবার নতুন করে এগিয়ে যাবেন এটাই কামনা করি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।