You are viewing a single comment's thread from:
RE: অনেকদিন পর ফিরে আসা।shy-fox 10%
আচ্ছা দিদি ভাই! তাহলে আমার মত তুমিও একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছো। মানে ডিপ্রেশনের কথা বলছি।যদিও আমার ডিপ্রেশনের কারণটা অন্য।তবুও আমারও একই অবস্থার কারণে মনে হচ্ছিল এই জীবনটাই হয়তো আর দরকার নেই। তারপরেই হঠাৎ করে এই আমার বাংলা ব্লগে আসা। ধীরে ধীরে সমস্তটা না ভুললেও কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করে থাকতে পারি। এই কমিউনিটিকে খুব ভালোবাসি আমি। আর তুমি আবার ফিরে এসেছো, সুস্থ হয়ে উঠেছ খুব ভালো লাগছে। আমার মনে হয় না ছন্দে ফিরতে তোমাকে বেশি টাইম নিতে হবে। খুব তাড়াতাড়ি আবার আমরা খুব সুন্দর সুন্দর পোস্ট তোমার থেকে পাব। শুভকামনা তোমার জন্য।
হ্যাঁ বনু অনেক খারাপ পরিস্থিতি থেকে উঠে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার বাংলা ব্লগ পরিবার এ এসে নতুন জীবন পেয়েছি নতুন করে বাঁচার আশা রাখি। আমিও খুব ভালোবাসি এই পরিবার ও পরিবারের প্রতিটি মানুষ কে। ❤️ চেষ্টা করবো সবসময় ভালো কিছু করার। ধন্যবাদ বনু।