চার্জের সময় দু’ভাগ হয়ে গেল আইফোন ৮ প্লাস!

in #i7 years ago

image

আইফোন ৮ এবং ৮ প্লাস পুরো বিশ্বজুড়ে নির্ধারিত কিছু দেশে বিক্রি শুরু হয়েছে। তবে শুরুতেই ফোনটি নিয়ে অভিযোগ উঠেছে। ক্যাবল দিয়ে চার্জ দিতে গিয়ে আইফোন ৮ প্লাস খুলে দুইভাগ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাইওয়ানের এক ব্যবহারকারী।
সংবাদমাধ্যম ৯টু৫ম্যাক এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভাগ হওয়া আইফোনের ভিতরে থাকা ব্যাটারিটি ফুলে গিয়েছিল। সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েব জানিয়েছে অভিযোগকৃত আইফোনটি অ্যাপল পরীক্ষা-নিরীক্ষা করছে। আইফোন ৮ প্লাস ৬৪জিবি গোল্ড ভ্যারিয়েন্টটির মালিক তাইওয়ানের নাগরিক মিসেস উ। আইফোনটি কেনার পাঁচদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। আইফোন ৮ প্লাসটি চার্জে দেওয়ার তিন মিনিটের মধ্যেই এটি ফুলে-ফেঁপে ভাগ হয়ে যায়।

জাপানের এক গ্রাহকও টুইটারে আইফোন ৮ প্লাসের ভাগ হওয়া ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে আইফোনের স্ক্রিন বডি থেকে দু’ভাগ হয়ে গেছে। সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েব তাদের প্রতিবেদনে জানায় আইফোন ৮ প্লাসের ব্যাটারি তৈরি করিছে অ্যামপেরেক্স টেকনোলজি লিমিটেড। এই ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানই স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি তৈরি করেছিল।
সম্প্রতি চীনের টিনা সার্টিফিকেশনে আইফোন টেন, ৮ এবং ৮ প্লাস স্মার্টফোনের ব্যাটারির তথ্য ফাঁস হয়। ফাঁস হওয়া তথ্য অনুসারে আইফোন টেনে ২৭১৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তাছাড়া আইফোন ৮ এবং ৮ প্লাসে যথাক্রমে ১৮২১ এবং ২৬৭৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে।
আইফোন ৮, ৮প্লাস এবং টেন তারবিহীন চার্জিং প্রযুক্তি সমর্থন করে। অ্যাপলের দাবি আইফোন টেন ২১ ঘন্টা টকটাইম প্রদান করতে সক্ষম। তাছাড়া এটি ১৩ ঘন্টা ভিডিও প্লেব্যাকের সুযোগ দেয়। ফোনটিতে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় বলেও দাবি করেছে অ্যাপল। আইফোন ৮ প্লাসও আইফোনে টেনের মতো একই ধরণের ব্যাটারি লাইফ প্রদান করে। এতে ১৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যায়। অথচ আইফোন টেনের চাইতে এর ব্যাটারি সক্ষমতা কম। এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। অন্যদিকে আইফোন ৮ ১৪ ঘন্টা টকটাইম, ১৩ ঘন্টা ভিডিও প্লেব্যাক প্রদান করে। এটি ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। image#

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 96819.40
ETH 3702.03
USDT 1.00
SBD 3.87